পুকুর ভরাট করে দোকান তৈরির অভিযোগ, ১৫ দিনের মধ্যে বেআইনি নির্মাণ ভাঙার নোটিশ আসানসোল পুরনিগমের
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি কলেজ মোড়ে জিটি রোড সংলগ্ন পুনুরি মৌজা নং ৭৪০-এ ৯২ শতক জমিতে থাকা পুকুর ভরাট করে দোকান করার অভিযোগ উঠেছিলো। তদন্ত করার পরে, আসানসোল পুরনিগমের তরফে সেই পুকুরে তৈরি হওয়া বেআইনি নির্মাণ ভেঙে ফেলার জন্য নোটিশ দেওয়া হয়েছে। গত ৭ নভেম্বর জারি করা সেই নোটিশে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে পুকুরে তৈরি করা নির্মাণ ভেঙে ফেলতে হবে। কেন না, তদন্তে দেখা গেছে, সেই নির্মাণ বেআইনি বা অবৈধ ভাবে তৈরি করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তা ভেঙে ফেলা না হলে, আসানসোল পুরনিগম আইনানুগ ব্যবস্থা নেবে।














এই প্রসঙ্গে আসানসোল পুরনিগমের ৯ নং বোরো চেয়ারম্যান চৈতন্য মাজি শনিবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, ঐ জমিতে আগে একটি পুকুর ছিলো। কিন্তু সেই পুকুর ভরাট করে মার্বেলের দোকান তৈরি করা হয়েছে।তিনি আরো বলেন, গত ৫ মার্চ এই ব্যাপারে অভিযোগ করা হয়েছিলো যে ঐ পুকুর ভরাট করে দোকান তৈরি করা হয়েছে। সেই মতো আসানসোল পুরনিগম, বিএলআরও এবং পুলিশ সহ বিভিন্ন দপ্তরের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিলো। এরপরে কুলটি এসডিএলআরও, বিএলআরও, আসানসোল পুরনিগমের ইঞ্জিনিয়ার, পুরনিগমের লিগ্যাল সেল ও পুলিশ পরিদর্শন করেন।এদিনের সাংবাদিক সম্মেলনে বোরো চেয়ারম্যান চৈতন্য মাজি বলেন, সেই অভিযোগের তদন্তের পরে সত্যতা প্রমানিত হয়েছে যে, সেই জমিতে থাকা পুকুর ভরাট করে দোকান তৈরি করা হয়েছে।
সেই নির্মাণ বেআইনি বা অবৈধ। তাই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে আসানসোল পুরনিগমের তরফে। সেই মতো ঐ দোকান ভেঙে দেওয়ার জন্য নির্মাণকারীদেরকে নোটিশ দিয়ে ১৫ দিন সময় দেওয়া হয়েছে। তারপরে আসানসোল পুরনিগম এই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার ব্যবস্থা নেবে বলে বোরো চেয়ারম্যান বলেছেন। তবে, আসানসোল পুরনিগমের নোটিশ দেওয়া নিয়ে দোকান মালিকের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

