আমরুত প্রকল্পে খরচ প্রায় সাড়ে ৯ কোটিতে বার্নপুরের গ্রামে পানীয়জল সরবরাহ, পাইপলাইন সংযোগে ভিত্তিপ্রস্তর স্থাপনে মেয়র
বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় সোমবার বার্নপুরের সূর্যনগর পাম্প হাউসে এক অনুষ্ঠানে পানীয়জল সরবরাহ করার জন্য পাইপলাইন বসানোর একটি প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রথমে নারকেল ফাটিয়ে ও পরে ফলক উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, বোরো চেয়ারম্যান সহ অন্য কাউন্সিলাররা উপস্থিত ছিলেন।













জানা গেছে, এই প্রজেক্টটি আমরুত প্রকল্পের তৃতীয় ফেজের।এই প্রজেক্টে সূর্যনগর পাম্প হাউস থেকে ৬.২৮ কিলোমিটার দূরবর্তী নাকড়াসোঁতা ও কুইলাপুরের ওভারহেড জলাধারে পাইপলাইন সংযোগ করা হবে। এই সংযোগের কাজ শেষ হলে কইলাপুর, সূর্যনগর পুরুষোত্তমপুর, সালডাঙ্গা, দামোদর লাইন পাড়া, দামোদর সিউড়ি পাড়া এলাকার ১৫ হাজারের বেশি লোকেরা জল পাবেন। মেয়র বিধান উপাধ্যায় বলেন, বার্নপুরের এইসব এলাকার পানীয়জলের একটা সমস্যা ছিলো। এলাকার বাসিন্দারা আমাকে বলেছিলেন। তাই রাজ্য সরকারের কাছে একটা প্রস্তাব পাঠানো হয়েছিলো। সরকার তা অনুমোদন করেছে।

