দুর্গাপুরে জাতীয় সড়কে ৮ টি ” ব্ল্যাক স্পট” পরিদর্শনে ডিসিপি
দুর্ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির পরিকল্পনা ট্রাফিক গার্ডের
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরে ৮টি ” ব্ল্যাক স্পট বা দুর্ঘটনাপ্রবণ পয়েন্ট” কে নির্দিষ্ট করা হলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক গার্ডের তরফে। এইসব স্পটে কি ব্যবস্থা করা যায়, তার জন্য ট্রাফিক গার্ডের অফিসারদের নিয়ে মঙ্গলবার দুপুরে এলাকা পরিদর্শন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি ( ট্রাফিক) পি ভি জি সতীশ পশুমার্থী।













দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কের আরআইপি প্লট এলাকা থেকে শুরু করে ইন্দো আমেরিকান মোড় পর্যন্ত রাস্তার ছোট বড় কারখানার অসংখ্য গাড়ির চাপ প্রতিদিন রয়েছে। লাগাতার ঘটছে দুর্ঘটনা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক গার্ড ৮ টি জায়গাকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করেছে। মুচিপাড়া ট্রাফিক গার্ডের লেনিন সরণীর কারখানার গাড়িগুলি ১৯ নম্বর জাতীয় সড়কে উঠতে না উঠতেই এমএএমসি মোড়ে দুর্ঘটনার ঝুঁকি থাকছে । দুর্গাপুর ট্রাফিক গার্ডের পিয়ালা কালী মন্দির সংলগ্ন এলাকায় প্রতিদিন শয়ে শয়ে মানুষের রাস্তা পারাপার করেন। কিন্তু সেখানে না আছে জেব্রা ক্রসিং, না সিগন্যাল। এখানে ঝুঁকি নিয়ে মানুষকে রাস্তা পারাপার করতে হয় ।
ফরিদপুর ফাঁড়ির সামনে রাতুরিয়া, অঙ্গদপুর ও দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার গাড়ির যাতায়াতের অন্যতম কেন্দ্র। ভিড়িঙ্গি চাষী পাড়া, ওল্ড কোর্ট মোড়, মেন গেট সব এলাকাই জাতীয় সড়কের একেবারে গা ঘেঁষা জনবসতি। দিনের বেলা হোক বা রাতে, এখানেও অবাধ পারাপারই দুর্ঘটনার মূল কারণ। গোপাল মাঠে একই চিত্র মানুষ আর গাড়ির যাতায়াতে বাড়ছে বিপদ। যে কারণে ট্রাফিক গার্ড জরুরি পদক্ষেপ নিতে চলেছে বলে মঙ্গলবার দুপুর সময় ৮ টি বিপজ্জনক এলাকা সরেজমিনে পরিদর্শন করার পরে জানান ডিসিপি (ট্রাফিক) পি. ভি. জি. সতীশ পশুমার্থী ।
তিনি আরো বলেন, এদিন সব স্পট পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনা আটকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ন্যাশানাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াকে কিছু পরিকাঠামো তৈরি করতে বলা হয়েছে। তারা তা করছে। পুলিশ তার নিজের মতো কাজ করছে। কিছু জায়গায় লাইট লাগানোর কথা বলা হয়েছে। এর পাশাপাশি মদ্যপ অবস্থায় গাড়ি চালানো আটকাতে ইতিমধ্যেই অভিযান চালানো শুরু হয়েছে। এদিন অন্যদের মধ্যে ছিলেন এসিপি ( ট্রাফিক) রাজকুমার মালাকার, ওসি সতীনাথ শীল ও সন্দীপ সোম সহ কমিশনারেটের ট্রাফিক গার্ডের অফিসাররা।

