PANDESWAR-ANDAL

দ্রুত এসআইআর এর কাজ শেষ করায় সম্বর্ধনা পেলেন তিন বিএলও

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, দুর্গাপুর : মাত্র ২০ দিনের মাথায় এসআইআর এর কাজ সম্পূর্ণ করায় সম্বর্ধিত হলেন পাণ্ডবেশ্বর ব্লকের ৩ বিএলও । বুধবার বিডিও অফিসে তাদের হাতে পুষ্পস্তবক তুলে দেন পাণ্ডবেশ্বরের বিডিও বৃষ্টি হাজরা । উল্লেখ্য ৪-ই নভেম্বর রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া । বিএলওদের মাত্র এক মাসের মধ্যে এসআইআর এর ফর্ম বিতরণ, পূরণ করা ফর্ম সংগ্রহ, এবং সেগুলি ডিজিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে । অল্প সময়ে এই কাজ করতে গিয়ে বিএলওদের একাংশে মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে । অনেকে সেই ক্ষোভ প্রকাশও করেছেন । কাজের চাপে কয়েকজন বিএলওর মৃত্যু হয়েছে, আবার কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ । অবশ্য এর ব্যতিক্রম ছবিও দেখা গেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ।

সেরকমই পাণ্ডবেশ্বর ব্লকের তিনজন বিএলও মাত্র ২০ দিনের মধ্যে এস আই আর এর সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন । সেই কারণে বুধবার পাণ্ডবেশ্বর বিডিও অফিসে তাদের সম্বর্ধিত করা হয় । বিডিও বৃষ্টি হাজরা জানান পাণ্ডবেশ্বর ব্লকের ১১৫/১১৯/ ও ১১৭ নম্বর পাটের বিএলও মৌমিতা চ্যাটার্জী, নারায়ণ সাউ ও তনুশ্রী গোস্বামী মুখার্জি ২০ দিনের মধ্যেই এসআইআর এর সমস্ত কাজ সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন । সেই কারণেই এদিন তাদের সম্বর্ধনা দেওয়া হয় ।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *