পশ্চিম বর্ধমানে ১৩ লক্ষ ইনুমেরেশন ফর্মের ডিজিটাইজেশন শেষ
আসানসোলে তিনটি শিবিরে মহকুমাশাসক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ায় মঙ্গলবার সন্ধ্যে পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় ১৩ লক্ষ ইনুমেরেশন ফর্ম ডিজিটাইজেশন করা হয়েছে। এখনো পর্যন্ত এই জেলায় ফর্ম বিলি করা হয়েছে ৯৯.৫ শতাংশ। এই জেলায় ২৩ লক্ষ ২৭ হাজারের কিছু বেশি ফর্ম বিলি করার কথা। এদিকে, আসানসোলের বালবোধন স্কুল, তুলসী রানী বালিকা বিদ্যালয় এবং এইচকিউআর ফ্রি প্রাইমারি স্কুলে সাধারণ মানুষের সুবিধার্থে ফর্ম পূরণ, সংগ্রহ এবং ডিজিটাইজেশনের জন্য এক বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে।













মঙ্গলবার সেই শিবিরে আসেন আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য ও এইআরও অনুজ চক্রবর্তী। সুপারভাইজার এবং সমস্ত বিএলও এবং বিএলএরা সেই সময় শিবিরে উপস্থিত ছিলেন। শিবিরে তাদের সামনে বেশ কিছু ফর্ম পূরণ করা হয়।এই প্রসঙ্গে মহকুমাশাসক (সদর) বলেন, গোটা প্রক্রিয়া যাতে ভালো ভাবে শেষ হয় তার দিকে নজর দেওয়া হয়েছে। বিএলওদের ফর্ম তাড়াতাড়ি ফর্ম কালেকশান করে তা ডিজিটাইজেশনের জোর দিতে বলা হয়েছে।

