দুর্গাপুরে চারচাকা গাড়ির পেছনে ডাম্পারের ধাক্কা, বরাত জোরে রক্ষা চালক সহ দুজনের
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ভয়াবহ পথ দুর্ঘটনা কবলে চার চাকার একটি গাড়ি। বরাত জোরে রক্ষা দুর্ঘটনাগ্রস্থ গাড়ির চালক সহ দুই আরোহী। বুধবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ডিভিসি মোড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউটাউন শিপ থানা ও ট্রাফিক গার্ডের পুলিশ। জানা গেছে, বুধবার দুপুর তিনটের সময় একটি চার চাকা গাড়ি দুর্গাপুরের বিধান নগর থেকে ভিরিঙ্গির দিকে যাচ্ছিল। ডিভিসি মোড়ের কাছে ১৯ নং জাতীয় সড়কে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ঐ গাড়ির পিছনে ধাক্কা মারে। সেই ধাক্কায় চারচাকা গাড়িটি দু/তিন বার পাল্টি খেয়ে ডিভাইডারের গায়ে ধাক্কা মারে। গাড়িটি একেবারে উল্টে যায়।













এদিকে, ঐ ডাম্পারটি না দাঁড়িয়ে পালিয়ে যায়। তবে দুর্ঘটনার তীব্রতা বেশি থাকলেও প্রাণে বেঁচে যান গাড়ির চালক সহ দুই আরোহী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানা ও ট্রাফিক গার্ড পুলিশ। এদিকে, এই দুর্ঘটনা জেরে জাতীয় সড়কে আসানসোলগামী লেনে যানজট সৃষ্টি হয়। আসানসোলের দিকে যাওয়া ১৯ নং জাতীয় সড়কের লেনে যান চলাচল বন্ধ হয়ে পড়ি। এরপরে, বেশ কিছুক্ষনের চেষ্টায় পুলিশ ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নিয়ে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় ১৯ নং জাতীয় সড়কে। পুলিশ ঐ ডাম্পারের খোঁজ চালাচ্ছে বলে জানা গেছে

