এসআইআর : ২০০২ র বদলে মিলছে ২০০৩ সালের ভোটার তালিকা, জামুড়িয়ায় গ্রামে সমস্যা
বেঙ্গল মিরর, জামুড়িয়া, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিমবঙ্গে ৪ নভেম্বর থেকে এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ মতো আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত প্রক্রিয়া চলবে। এক মাস ধরে চলা এই প্রক্রিয়া এখন শেষের দিকে। এরই মধ্যে পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া বিধানসভা এলাকার তপসী পঞ্চায়তের ২৪৭ নম্বর বুথে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে যা, এই বুথের ভোটার হিসেবে কুনুস্তোরিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।সূত্র অনুযায়ী, এসআইআরে ইনুমেরেশন ফর্ম পূরণের সময় দেখা গেছে যেখানে ভোটার তালিকায় ২০০২ সাল থাকা উচিত ছিল, সেখানে সিস্টেমে ২০০৩ সালের রেকর্ড দেখা যাচ্ছে।














এই প্রযুক্তিগত সমস্যার কারণে গোটা গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কারণ গ্রামবাসীদের ফর্ম সেই ২০০৩ সালের ভিত্তিতে পূরণ করা হচ্ছে।কুনুস্তোড়িয়া গ্রামে মোট ১০৪৫ জন ভোটারের এসআইআরে ইনুমেরেশন ফর্ম পূরণ হওয়ার কথা। যার মধ্যে ৯০৫টি ফর্ম ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা দেখা দিচ্ছে সিস্টেমে ফর্ম আপলোডের পর ম্যাপিং না হওয়া। ম্যাপিংয়ের এই সমস্যা এতটাই ব্যাপক যে গ্রামবাসীদের মনে প্রশ্ন, আর মাত্র কয়েকটি দিন বাকি থাকতে একযোগে কিভাবে এতগুলো ফর্মের ম্যাপিং সম্পন্ন হবে?আরও উল্লেখযোগ্য বিষয় হলো, যেসব মহিলার বিয়ে অন্য এলাকা থেকে কুনুস্তোড়িয়া গ্রামে হয়েছে, তাদের ফর্ম সঠিকভাবে আপলোড ও ম্যাপিং হচ্ছে।
এমন মহিলার সংখ্যা প্রায় ২৪০ জন।কিন্তু যেসব মহিলার বিয়ে কুনুস্তোড়িয়া থেকে অন্য জায়গায় হয়েছে, তাদের ফর্মের ম্যাপিং একেবারেই হচ্ছে না। এমন মহিলার সংখ্যা ৯০ জন।এই পরিস্থিতি স্থানীয়দের মধ্যে আরো আশঙ্কা বাড়িয়েছে। তারা বুঝে উঠতে পারছেন না যে, সিস্টেমে এমন প্রযুক্তিগত বৈপরীত্য কেন হচ্ছে? এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সমীরন মণ্ডল বলেন, এসআইআরে ইনুমেরেশন ফর্ম পূরণে ২০০২ সালের তালিকা চাওয়া হয়েছে। কিন্তু এই এলাকায় ২০০৩ র তালিকা পাওয়া যাচ্ছে। এতে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। সমস্ত বিষয় পঞ্চায়েত , ব্লক অফিস ও বিধায়ককে জানিয়েছি। কিন্তু এখনো শুধু আশ্বাসই মিলছে। কোন পদক্ষেপ নেওয়া হয়েছে, তা দেখা যায় নি।
অন্যদিকে, এসআইআর কাজে যুক্ত সন্দীপ মণ্ডল বলেন, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আমরা গ্রামে ঘুরে সহযোগিতা করছি। ইতিমধ্যেই ৯০০-র বেশি ফর্ম পূরণ করা হয়েছে। কিন্তু একটি ফর্মও ম্যাপিং হয়নি। এটাই এখন গ্রামের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এসআইআর প্রক্রিয়া বলতে গেলে এখন শেষ পর্যায়ে। আর মাত্র কয়েক দিন বাকি আছে। এমন সময়ে গ্রামবাসীদের মনে ঘুরপাক খাচ্ছে দুটি বড় প্রশ্ন। তার মধ্যে একটি হলো, ১০৪৫ জনের সমস্ত তথ্য কি সময়ের মধ্যে সঠিকভাবে ম্যাপ করা সম্ভব হবে? দ্বিতীয় হলো, এই প্রযুক্তিগত ত্রুটির কারণে খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকায় গ্রামবাসীদের নাম থাকবে তো?জানা গেছে, জামুড়িয়া ব্লক ও পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন গোটা বিষয়টি খতিয়ে দেখছে।


