পুলকারে নিরাপত্তা খতিয়ে দেখতে পুলিশের বিশেষ অভিযান
বেঙ্গল মিরর, কাজল মিত্র : দু’দিন আগেই আমরা স্কুলগামী পুলকারে নিরাপত্তা নিয়ে খবর সম্প্রচার করেছিলাম। সেই ঘটনার জেরেই নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন। হাওড়ার সাম্প্রতিক ঘটনার পর এবার তৎপরতা বাড়াল আসানসোল পুলিশ।বুধবার সকাল থেকে কুলটি এলাকার একাধিক স্কুলে পৌঁছে পুলকারগুলোর উপর নজরদারি শুরু করেছে পুলিশ। প্রতিটি গাড়ির কাগজপত্র, ফিটনেস সার্টিফিকেট, বীমা, চালকের লাইসেন্স—সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গাদাগাদি করে পড়ুয়াদের তোলা হচ্ছে কি না, সিট সংখ্যা অনুযায়ী যাত্রী বহন হচ্ছে কি না— তাও পর্যবেক্ষণ করছে পুলিশ।














পুলিশ সূত্রে জানা গেছে, নিয়ম ভাঙলেই নেওয়া হবে কড়া ব্যবস্থা। স্কুলপড়ুয়াদের নিরাপত্তায় এই তৎপরতা অব্যাহত থাকবে সাথে এলাকার সমস্ত পুলকার চালকদের নিয়ে আজ বিকালে একটি বৈঠক ডাকা হয়েছে কুলটি ট্রাফিক গার্ড কার্যালয়ে বলেও জানান কুলটি ট্রাফিক OC চিন্ময় মন্ডল সাথে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষকেও পুলকারের ফিটনাস সহ নানান দিক ক্ষতিয়ে দেখার নির্দেশ দেওয়া হলো

