দুর্গাপুরে পুলকারে নজরদারি ট্রাফিক গার্ড পুলিশের, মেয়াদ উত্তীর্ণ সব কাগজ, আটক
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ হাওড়ার উলুবেড়িয়ার ঘটনার পরেও হয়নি শিক্ষা। ফিটনেস ফেল, পলিউশন ফেল, ইন্সুরেন্স ফেল, ট্যাক্স ফেল। কোনকিছুই ঠিক নেই। সেই অবস্থায় পুলকারে পড়ুয়াদের নিয়ে চলছে হেলাফেলা। নজরে আসতেই সেই পুলকার আটক করল ট্রাফিক গার্ড পুলিশ। সম্প্রতি উলুবেরিয়ায় পুলকার উল্টে মর্মান্তিক মৃত্যু হয়েছিল তিন শিশুর।
তারপরেই রাজ্য প্রশাসন পুলকারের জন্য গাইডলাইন জারি করে। কিন্তু সেই গাইডলাইনকে তোয়াক্কা না করে চলছে ব্যবসা ?














দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া নিয়ে যাওয়া পুলকারে সব কাগজ বা সার্টিফিকেট মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তাও সেইসব পুলকারে ঝুঁকি নিয়েই ক্ষুদে পড়ুয়াদের নিয়ে যাওয়া হচ্ছিল।
বৃহস্পতিবার সিটি সেন্টারের আম্বেদকর সরণিতে সেই পুলকার দেখা মাত্রই আটক করে দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ। চালককে ধমক দিয়ে আটক করা হয় পুলকারটি। পরে সেই পুলকারের পড়ুয়াদের অন্য গাড়িতে করে পৌঁছে দেওয়া হয়।
একাই, আসানসোলেও পুলকারে নজরদারি শুরু করেছে পুলিশ। পরীক্ষা করা হচ্ছে কাগজ। পুলিশ জানায়, এই অভিযান চালানো হবে।

