রাজ্য পুলিশ নিয়োগ পরীক্ষার আগে ঝাড়খণ্ডে অভিযান, ধৃত ২২, উদ্ধার এ্যাডমিট কার্ড সহ একাধিক নথি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ১১,৭৪৯ পদে নিয়োগ পরীক্ষার আগে, ঝাড়খণ্ডের একটি জায়গায় অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ১৪ জন পরীক্ষার্থী বলে জানা গেছে।ধৃতদের কাছ থেকে পুলিশ নিয়োগ পরীক্ষার সাথে সম্পর্কিত অসংখ্য নথি এবং কাগজপত্র উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা চার দিন ধরে আত্মগোপন করেছিলো বলে জানা গেছে ।রবিবার পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরপে ১১,৭৪৯ পদের জন্য একটি লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে ।














এই পরীক্ষায় জন্য প্রচুর সংখ্যায় পরীক্ষার্থী ছিলেন। রাজ্যের অন্য জায়গার পাশাপাশি আসানসোলের একাধিক পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিলো। পরীক্ষার্থীদের চেকিং করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদিকে, ঝাড়খণ্ডের ধানবাদের বালিয়াপুরে পুলিশ একটি সন্দেহজনক স্করপিও আটক করে। যাত্রীদের জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় যে তারা রবিবার পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ডের পুরুষ এবং মহিলা কনস্টেবল পরীক্ষার জন্য যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঝরিয়া থানার বন্ধন লজে অভিযান চালিয়ে ২২ জনকে আটক করে। তাদের মধ্যে ১৪ জন রবিবার পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রটমেন্ট বোর্ডের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পরীক্ষার্থী ছিলেন। এরা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা।
এই চক্রের সাথে জড়িত একজন ব্যক্তি পশ্চিমবঙ্গের বাসিন্দা। আরেকজন গাড়ির চালক ধানসারের বাসিন্দা। পাঁচজন ব্যক্তি তাঁবু বা টেন্ট তৈরির কর্মচারী এবং একজন হোটেল অপারেটর। তারা স্থানীয় বাসিন্দা। ২২ জনকেই গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোট ২৭২টি এ্যাডমিট কার্ড, ৭০টি মোবাইল ফোন, পরিচয়পত্র, এটিএম কার্ড, পাসবুক, চেকবুক, নোটবুক, ব্লুটুথ ডিভাইস, ৪০টি হাতঘড়ি, মোবাইল চার্জার, এক কার্টুন কলম, ১০টি সোনার চেন, স্টেশনারি এবং অন্যান্য নথি উদ্ধার করা হয়েছে।পুলিশের এক আধিকারিক বলেন, ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


