আসানসোল গার্লস কলেজে নতুন অধ্যক্ষার দায়িত্বে ডঃ স্বাতী নন্দী চক্রবর্তী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলা তথা দক্ষিণবঙ্গের অন্যতম ঐতিহ্যশালী আসানসোল গার্লস কলেজ এই বছর ৭৫ বছরে পা দিয়েছে। সেই সময়ে সোমবার বিশিষ্ট শিক্ষাবিদ ও খ্যাতনামা পরিবেশ বিজ্ঞানী ডঃ স্বাতী নন্দী চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে কলেজের নতুন অধ্যক্ষার দায়িত্ব গ্রহণ করলেন।অধ্যাপিকা ডঃ মনিকা সাহা (টিচার-ইন-চার্জ) এদিন ডঃ স্বাতী নন্দী চক্রবর্তীকে তার নতুন দায়িত্ব হস্তান্তর করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মী ও পড়ুয়ারা।













ডঃ স্বাতী নন্দী চক্রবর্তী তার উজ্জ্বল একাডেমিক জীবন, দূরদর্শী চিন্তাভাবনা এবং নারী শিক্ষা ও পরিবেশ সংরক্ষণের প্রতি গভীর প্রতিশ্রুতির জন্য সর্বজনবিদিত। তাঁর নেতৃত্বে কলেজ নতুন উদ্যম, উদ্দীপনা ও উদ্ভাবনী চেতনায় এগিয়ে যাবে বলে আশাবাদী সব মহল।অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকারা নতুন অধ্যক্ষাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং আগামী দিনগুলোর জন্য শুভকামনা করেন।
অতীতের গৌরবকে ধরে রেখে ভবিষ্যতের পথে এগিয়ে চলা আসানসোল গার্লস কলেজ এবার ডঃ চক্রবর্তীর নেতৃত্বে আরও উচ্চতর লক্ষ্য অর্জনের দিকে এগোবে বলে শিক্ষাবিদরা মনে করেন। নারী ক্ষমতায়ন, শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ-সচেতনতার ক্ষেত্রে নতুন মাইলফলক স্থাপন করবে আসানসোল গার্লস কলেজ আগামী দিনে। ডঃ স্বাতী নন্দী চক্রবর্তীও আসানসোল গার্লস কলেজের ঐতিহ্য ও গরিমাকে ধরে রেখে এগিয়ে নিয়ে সবার সহযোগিতা চান।

