জামুড়িয়ায় মালগাড়ির ধাক্কায় ট্রাক্টর ছিটকে শতাধিক মিটার, একজনের মৃত্যু, দুজন গুরুতর আহত
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : জামুরিয়া থানা এলাকার নন্ডি ও দামোদরপুর এর মাঝেই নন্ডি শ্মশানের কাছেই এবার বারাবনি থেকে অন্ডাল অভিমুখে যাওয়া কয়লা বোঝায় মালগাড়ির সামনেই একটি ট্রাক্টর এসে পড়ায় সেই ট্রাক্টরটিকে কয়েকশো মিটার দূরে টেনে নিয়ে যায়। এই ঘটনায় ট্রাক্টরের মধ্যে থাকা তিন জনের মধ্যে একজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। জানা গেছে মৃত ওই ব্যক্তি বছর ৩৫ এর জামুড়িয়ার শিশির ডাঙ্গার বাসিন্দা, ভুটকা সরেন। আর তার সঙ্গে থাকা ব্যক্তি রাজু মুরমু ও সুনীল টুডু এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়।














একেবারে নির্জন এলাকায় জঙ্গলের মাঝেই এই ঘটনা ঘটার পর স্থানীয় এলাকার বাসিন্দারায় পুলিশ প্রশাসন কে খবর দিলে, জামুরিয়া থানার পুলিশ দ্রুত রেল পুলিশকে এ বিষয়ে জানান দেওয়ার পরই রেল পুলিশের বিশেষ উদ্ধারকারী দল ও জামুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। জানা যায় জামুড়িয়া থানার পুলিশ আহত ২ ব্যক্তিকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সেখানেই মৃত ওই ব্যক্তির ময়না তদন্তের জন্য দেহটিকে অন্ডালের রেল জিআরপির পুলিশ ঘটনাস্থল থেকে নিয়ে যাচ্ছে।
এই মুহূর্তে ঘটনাস্থলে ওই আটকে থাকা মালগাড়ি কে সরানোর জন্য তৎপর হয়েছে রেল আধিকারিকেরা। জানা গেছে ওই ট্রাক্টর টিকে কয়েকশো মিটার টেনে নিয়ে যাওয়ার পর তা রেল লাইনের মাঝে আটকে পড়ে। এরপরই আটকে যায় মাল গাড়ি । এ সময় রেলের এআরটি পৌঁছেছে উদ্ধারের জন্য। প্রথমেই তারা আরি দিয়ে ডাক্তারের বেশ কয়েকটি অংশ কেটে, জেসিবি দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে, ট্রাক্টরের আটকে থাকা অংশ। যদি ওই সমস্ত প্রক্রিয়া চললেও রেল আধিকারিকেরা এ বিষয়ে কোন মন্তব্য করেননি।
তবে রেল লাইনের এপার থেকে ওপারে যাতায়াতের জন্য ট্রাকটারটি কেনই বা সেখানে দিয়ে গেছিল, আর সেখানে ট্রাক্টর এর যাতায়াতের নির্দিষ্ট কোন পথ ছিল কিনা সে সম্পর্কে স্থানীয়রা কিছুই জানাতে চাননি। জানা গেছে নন্ডি থেকে দ্রুত দামোদর পুর যাওয়ার জন্য এই রাস্তায় অনেক সময় ব্যবহার করে ট্রাক্টর চালক থেকে শুরু করে অন্য সকল যানবাহনের চালকেরা। এদিন সম্ভবত সেরকমই ভাবে সেই রাস্তা দ্রুত পার হওয়ার সময় এই ঘটনা ঘটে থাকতে পারে বলেই দাবি করেছেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে মৃতের পরিবার পরিজন। জানা গেছে মৃত ভুটকা সরেন দিনমজুরের কাজ করতেন, সোমবার সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ ট্রাক্টারে করে তিন জন নন্ডির এক ইটভাটা থেকে ইট বোঝাই করে নিয়ে যাওয়ার সময় হঠাৎই মালগাড়িটি ওই গাড়ির সামনে চলে আসে, আর তারপরই ঘটে এই বিপত্তি বলেই অনুমান এলাকাবাসীর।


