বারাবনিতে আইসিডিএস সেন্টারের মিড ডে মিলে নিম্নমানের খাদ্য দেওয়ার অভিযোগ, প্রধানকে ঘেরাও, বিক্ষোভ
বেঙ্গল মিরর, বারাবনি, রাজা বন্দোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি ব্লকে নুনি গ্রাম পঞ্চায়েতের একটি আইসিডিএস সেন্টারে মিড-ডে মিল খাওয়া পড়ুয়াদের অভিভাবক রা মিড-ডে মিলের নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়া নিয়ে অভিযোগ তুলে বুধবার সকালে বিক্ষোভ দেখান। খবর পেয়ে সেখানে নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তিওয়ারি এলে তাকে ঘেরাও করে বিক্ষোভকারী অভিভাবকরা। তাদের সঙ্গে গ্রাম পঞ্চায়েত প্রধান কথা বলেন। অভিভাবকেরা লিখিত ভাবে গোটা বিষয়টি তাকে জানান। গ্রাম পঞ্চায়েত বিডিওকে তা জানান ও বিষয়টি খতিয়ে দেখতে বলেন। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।













পরে গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন, এদিন সকালে আমি খবর পাই যে এই আইসিডিএস সেন্টারে মিড-ডে মিলের খাদ্য সামগ্রী বিশেষ করে মুসুর ডালের মান খারাপ। যা নিয়ে অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন। আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই। বিডিওকে গোটা বিষয়টা জানাই। আমি অভিযোগকারীদের লিখিত অভিযোগ জমা দিতে বলি। তিনি আরো বলেন, অভিভাবকদের লিখিত অভিযোগ পেয়েছি। ঐ খাদ্য সামগ্রী না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি এমন ঘটনা ঘটে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, আমি তো প্রতিদিন আইসিডিএস সেন্টারে আসি না। তবে যদি এমন ঘটনা ঘটে, তাহলে কতৃপক্ষ সঙ্গে সঙ্গে আমাকে রিপোর্ট করবেন। কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি এও বলেন, যারা এই বিষয়টি নিয়ে রাজনীতি করছেন তারা রাজনৈতিক ব্যক্তি নন। এটি শিশুদের খাবার সম্পর্কিত বিষয়। যারা এটি নিয়ে রাজনীতি করতে চাইছেন, তা অত্যন্ত দুঃখজনক। তার কথায়, আমি চাইলেই রাজনীতি করতে পারি। কিন্তু তা করছি না।

