উত্তরপ্রদেশে বিয়ে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু কুলটির একই পরিবারের তিনজনের , আহত আরো ৬, শোকের ছায়া
বেঙ্গল মিরর, কুলটি, কাজল মিত্র ও রাজা বন্দোপাধ্যায়ঃ* উত্তরপ্রদেশে বিয়ে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি। সেই গাড়িতে ছিলেন আসানসোলের কুলটি থানার থানা মোড় এলাকার বাসিন্দা যাদব পরিবারের ৯ জন। তার মধ্যে এই দূর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৬ জন। বুধবার এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের বরহি থানায় এলাকায়। স্বাভাবিক ভাবেই কুলটিতে যাদব পরিবারে শোকের ছায়া নেমে আসে। আহতরা বিহারে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।














জানা গেছে, আসানসোলের কুলটি থানা মোড় এলাকার বাসিন্দা জয়ভগবান যাদব বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ উত্তরপ্রদেশে এক বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয় একটি চার চাকা গাড়ি নিয়ে। সেই গাড়িতে তার সঙ্গে পরিবারের আরো ৮জন সদস্য ছিলেন। জয়ভগবান যাদব নিজে সেই গাড়ি চালাচ্ছিলেন। পশ্চিমবঙ্গ পার করে বিহারে পৌঁছাতেই সকালে ঘটে এই পথ দুর্ঘটনা।
পরিবার সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ডের বরহি থানা এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। রাস্তায় একটি কালভার্টে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারায় দুর্ঘটনার কবলে পড়ে জয়ভগবান যাদবের গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় যাদব পরিবারের বড় ছেলে জয়ভগবান যাদব, তার মা সোনা দেবী এবং পিসির মেয়ে বোন অনশিকতা যাদবের। গাড়িতে থাকা জয়ভগবান যাদবের স্ত্রী কৌশল্ল্যা দেবী এবং তাঁর তিন ছেলে এবং জয়ভগবান যাদবের ছোট ভাই ধর্মেন্দ্র যাদব ও তার মাসি মোট ৬ জন গুরুতর আহত হয়। বর্তমানে তারা বিহারের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ময়নাতদন্তের পরে বৃহস্পতিবার রাতে তিনজনের মৃতদেহ নিয়ে আসা হয় আসানসোলের কুলটির বাড়িতে। এই ঘটনা জানাজানি হওয়ার পরে গোটা এলাকা এবং পরিবারে শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার সকালে এলাকায় গিয়ে দেখা গেলো পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় পরিজনেরা ঐ বাড়িতে এসেছেন। তারা পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এদিকে, এই মর্মান্তিক পথ দুর্ঘটনার পরে স্বাভাবিক ভাবেই কথা বলার মতো পরিস্থিতিতে নেই মৃত জয়ভগবান যাদবের বাবা অর্থাৎ গৃহকর্তা শ্রীনাথ যাদব। তিনি বলেন, বুঝে উঠতে পারছি না, কি করে এমন ঘটনা ঘটলো। বাড়ির সবাই উত্তরপ্রদেশে বিয়ে বাড়িতে যাচ্ছিলো। মাঝে বিহারে ঘটে যায় পথ দুর্ঘটনা।

