সাতসকালে দামোদর নদী ঘাটে বিজেপি বিধায়ক, নিলেন ওভারলোড ট্রাক ও ডাম্পারের চাবি, অবৈধ বালি তোলার বিরুদ্ধে সরব
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়* : বিজেপির রাজ্য নেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল বৃহস্পতিবার সাতসকালে আসানসোলের ডামরার কাছে দামোদর নদীঘাটে পৌঁছে যান। সেখানে তিনি অবৈধ বালি তোলা এবং চোরাচালানের বিরুদ্ধে সরব হওয়ার পাশা পাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি করেন। তিনি সেই সময় সেখানে থাকা বেশ কয়েকটি অতিরিক্ত বালি বোঝাই বা ওভারোলড ট্রাক এবং ডাম্পারের চাবি নিয়ে নেন এবং চালকদের সতর্ক করেন।পরে অগ্নিমিত্রা পাল সেখানে থাকা এলাকার বাসিন্দা ও সংবাদমাধ্যমকে বলেন, এখানে দিনরাত অবৈধ বালি পাচার চলছে।














ট্রাক এবং ডাম্পারে অতিরিক্ত বালি বোঝাই করে কলকাতা এবং অন্যান্য এলাকায় পাঠানো হচ্ছে। কিন্তু স্থানীয় মানুষ এক ট্রাক্টরও বালি পাচ্ছে না। এইসব চলবে না। এখন থেকে কেবল বৈধ চালানধারীদেরই বালি পরিবহনের অনুমতি দেওয়া হবে। নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি বালি বোঝাই করা যাবে না।
তিনি পুলিশ প্রশাসনের তীব্র সমালোচনা করে বলেন, অবৈধ বালি তোলা এবং পরিবহন সত্ত্বেও, পুলিশ নীরব দর্শক হিসেবে দাঁড়িয়ে আছে। বিধায়ক সতর্ক করে বলেন যে, যদি অবিলম্বে অবৈধ বালি ব্যবসা বন্ধ না করা হয়, তাহলে আমি নিজে এইসব বন্ধ করতে রাস্তায় নামবেন বলে বিজেপি বিধায়ক হুমকি দেন।বিজেপি বিধায়কের এই কাজে ডামরা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অগ্নিমিত্রা পালের অভিযোগ নিয়ে অবশ্য পুলিশ প্রশাসনের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। ঘটনাস্থলে উপস্থিত লোকজন বিধায়কের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে মাফিয়াদের মনোবল উঁচুতে ছিল, কিন্তু আজ অগ্নিমিত্রা পাল তাদের মধ্যে আতঙ্ক তৈরি করেছেন।

