রাজ্যে বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে বিজেপি বিধায়কের মন্তব্যের প্রতিবাদ, এসআইআর বৈঠকে মন্ত্রী অরুপ বিশ্বাস
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস শুক্রবার কুলটি বিধানসভায় এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ায় কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। কুলটির নিয়ামতপুরে একটি হলে দলের ব্লক বা বিধানসভা স্তরের নেতা ও কর্মীদের সঙ্গে তিনি এসআইআর নিয়ে বৈঠক করেন। সেখানে তিনি প্রয়োজনীয় নির্দেশ ও পরামর্শ দেন। ২০২১ র বিধান নির্বাচনে কুলটি তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছে। এদিন দলের নেতা ও কর্মীদের সঙ্গে বৈঠক করার পরে অরুপ বিশ্বাস ২০২৬ র বিধানসভা নির্বাচনে কুলটি জয় করে পুনরুদ্ধারে আত্মবিশ্বাসী। তার দাবি, এবার কুলটি বিধানসভা রেকর্ড ভোট জিতবে তৃনমুল কংগ্রেস। সেই লক্ষ্যে এদিন দলের নেতা ও কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এদিন থেকে সবাই সেই লক্ষ্যে সবাই নেমে পড়বেন।














এদিনের বৈঠক অরুপ বিশ্বাসের সাথে ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী, রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসু, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও প্রাক্তন বিধায়ক দলের বর্ষীয়ান নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ ব্লক নেতৃত্ব।অরুপ বিশ্বাস তৃণমূল কংগ্রেস নেতাদের সাথে কথা ও এসআইআর কাজের অগ্রগতি পর্যালোচনা করার পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন, এই কাজ পশ্চিম বর্ধমান জেলা সহ রাজ্য জুড়ে চলছে। আমি দলের তরফে সেই কাজ পর্যালোচনা করতে এই জেলায় এসেছি।
প্রসঙ্গতঃ, আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বৃহস্পতিবার বলেছিলেন, দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে প্রতি ইউনিট বিদ্যুতের দাম সবচেয়ে বেশি এবং বিদ্যুৎমন্ত্রীকে এর জন্য দায় নিতে হবে। এই প্রসঙ্গে অরূপ বিশ্বাসের সাথে কথা বলা হলে , তিনি বিজেপি বিধায়কের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেন। তিনি বলেন, তিনি একজন বিধায়ক। তার পড়াশোনা করে, সব কিছু খতিয়ে দেখে তার কোন বিষয়ে মন্তব্য করা উচিত। কিন্তু বিধায়ক হিসেবে তার বক্তব্য সত্যি নয়। বিদ্যুতের দামের দিক থেকে বাংলা দেশে ১৭তম স্থানে রয়েছে। মন্ত্রী বলেন, আমি বিজেপি বিধায়কের এই বক্তব্য শুনিনি বা কাগজে দেখিনি। তবে তিনি যদি এমন মিথ্যা বক্তব্য দিয়ে থাকেন তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে বিদ্যুৎ মন্ত্রী এদিন হুঁশিয়ারী দেন।

