কুলটিতে নতুন ESI ডিসপেন্সারির উদ্বোধন : শ্রমিকদের দোরগোড়ায় চিকিৎসা সুবিধা
বেঙ্গল মিরর, কাজল মিত্র: পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা কেন্দ্রের সীতারামপুরে শনিবার শ্রমজীবী মানুষদের জন্য। রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক নিজে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন কর্মচারী রাজ্য বীমা (ESI) প্রকল্পের আওতায় নতুন একটি ডিসপেন্সারি।দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা সীতারামপুরের উপ-বয়লার কার্যালয় ভবনকে সংস্কার করে তৈরি করা হয়েছে এই ডিসপেন্সারি। পশ্চিমবঙ্গ সরকারের শ্রমদপ্তরের এই উদ্যোগে এবার থেকে কুলটি, সীতারামপুর, নিয়ামতপুর, ডিশেরগড়-সহ আশপাশের এলাকার হাজার হাজার ই এস আই কার্ডধারী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা দূরে আসানসোল বা অন্যত্র না গিয়ে নিজের এলাকাতেই পাবেন চিকিৎসা, ওষুধ, ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ।














উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয়ঘটক,, পুর-প্রতিনিধি, শ্রমদপ্তরের আধিকারিক, ই এস আই অধিকারীকে এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। মন্ত্রী মলয় ঘটক বলেন, “শ্রমিকদের স্বাস্থ্যই রাজ্য সরকারের অন্যতম প্রাধিকার। এই ডিসপেন্সারি চালু হওয়ায় কুলটির শ্রমিক ভাই-বোনেরা এবার থেকে সহজে ও দ্রুত চিকিৎসা পাবেন।স্থানীয় বাসিন্দা ও শ্রমিকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের কথায়, “এতদিন অসুস্থ হলে আসানসোল যেতে হতো, অনেক সময়-টাকা নষ্ট হতো। এখন দোরগোড়ায় চিকিৎসা, সত্যিই বড় স্বস্তি।”

