কয়লা বোঝায় ডাম্পারে ভয়াবহ আগুন
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : শীতের সকালেই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কয়লা বোঝায় ডাম্পার। 60 নম্বর জাতীয় সড়কে ভোর সাড়ে চারটে নাগাদ লাগে এই আগুন। জানা গেছে জামুড়িয়ার একটি লৌহ ইস্পাত কারখানায়, তপসি রেলওয়ে সাইড থেকে কয়লা বোঝায় করে নিয়ে যাওয়ার সময় গাড়ির সামনের, চাকার স্প্রিং ভেঙ্গে যায়, আর তারপরই মুহূর্তে শর্ট-সার্টের জেরে আগুন লেগে যায় ডাম্পারের কেবিনে। এই ঘটনায় গাড়ির চালক কোনক্রমে গাড়ির থেকে নেমে গিয়ে রক্ষা পেলেও গাড়ির কেবিন পুড়ে ছাই হয়ে যায় মুহূর্তে।














জাতীয় সড়কের ওপর ঘটা এই ঘটনা, স্থানীয়রা প্রত্যক্ষ করে জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশকে খবর দিলে, দ্রুত কেন্দা ফাঁড়ির আইসি লক্ষীকান্ত দাস, ঘটনার প্রসঙ্গে জানতে পেরে, রানীগঞ্জের দমকল বিভাগকে খবর দেওয়ার পরই দমকলের একটি ইঞ্জিন, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। যদিও তার আগেই পুড়ে ছাই হয়ে যায় ওই ডাম্পারের কেবিন। তবে দমকল বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছনয়। ওই ডাম্পারের পেছনে থাকা বিশাল পরিমাণ কয়লার স্তুপ, আগুন লাগা থেকে রক্ষা পায়।
জানা গেছে ধসল মোড়ের কাছে জাতীয় সড়ক থেকে একটু দূরে ঘটে এই ঘটনা। এদিনের এই ঘটনার প্রেক্ষিতে জাতীয় সড়কের দুই প্রান্তে দাঁড়িয়ে পড়ে সমস্ত যানবাহন, পরে কেন্দা ফাঁড়ির পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। জানা গেছে ওই ডাম্পারটি আসানসোলের মিস্টার বলে কোন এক ব্যক্তির ছিল। তবে কি কারনে, কি ভাবেই বা আগুন ছড়িয়ে পড়লো সর্বত্র, এই সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ।


