আসানসোলে বিজেপির সিপি অফিস ঘেরাও ধুন্ধুমার
বিধায়ককের গাড়ি আটকানোর প্রতিবাদ
বেঙ্গল মিরর, আসানসোল,সৌরদীপ্ত সেনগুপ্ত /রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দক্ষিণ বিধানসভার রানিগঞ্জ ব্লকের টিরাটে বুধবার আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের গাড়ি আটকানোর অভিযোগ উঠেছিলো তৃনমুল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ও তার সঙ্গীদের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির তরফে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট বা সিপি অফিস ঘেরাওয়ের ডাক দেওয়া হয়। বিকেল চারটের পরে আসানসোলের জিটি রোডের বিএনআর মোড এলাকায় বিজেপি বিধায়কের নেতৃত্বে রাস্তা অবরোধের করা হয়। সেখানে কৃষ্ণা প্রসাদ সহ অনেক বিজেপি কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।














বিজেপির এই রাস্তা অবরোধ ও সিপি অফিস ঘেরাও অভিযানের জন্য বিএনআর থেকে সিপি অফিস যাওয়ার রাস্তায় আসানসোল দক্ষিণ থানার তরফে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিলো। লোহার গার্ডওয়াল দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়। নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। কিন্তু বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে ও পুলিশের বাধা সরিয়ে সিপি অফিসের দিকে এগিয়ে যান। যা, নিয়ে গোটা এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে বিজেপি নেতা ও কর্মীদের ধস্তাধস্তি বেঁধে যায়।
বিজেপি কর্মীরা পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেন, কেন বিধায়ক অগ্নিমিত্রা পালের উপর হামলা করা হল তা জানতে চেয়ে সরব হন। এরপরে, অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপি কর্মীরা সিপি অফিস পর্যন্ত মিছিল করে যান ও গেট আটকে বসে পড়েন। সেখানে, বিধায়ক অগ্নিমিত্রা পালের সাথে পুলিশ অফিসারদের তীব্র বাকবিতণ্ডা হয়। বিজেপি বিধায়ক বলেন, বুধবার যখন আমাকে অবৈধভাবে আটকানে হয়েছিল তখন পুলিশ প্রশাসন কোথায় ছিল? এখন বিজেপি কর্মীদের আটকাতে এসেছে। পুলিশকে তৃণমূলের ক্যাডারে পরিনত হয়েছে বলে তিনি আবারও অভিযোগ করেন। প্রায় ঘন্টা দেড়েক পরে সন্ধ্যে ছটা নাগাদ বিধায়ককে সিপি অফিসে ডাকা হয়। তিনি এক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে সিপি অফিসে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বুধবারের ঘটনা নিয়ে কথা বলেন।


