আসানসোল পুর এলাকায় ” পথশ্রী ” প্রকল্পে হবে ২৫৪ টি কাজ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের মুখোমুখী হলে বৃহস্পতিবার একটি সভা হয়। এই সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র রাজ্যের পাশাপাশি আসানসোল পুরনিগম এলাকার জন্য পথশ্রী প্রকল্পের উদ্বোধন ভার্চুয়াল দেখানো হয়। আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় অন্যান্য মেয়র পারিষদ, বোরো চেয়ারম্যান, কাউন্সিলর, আসানসোল পুরনিগমের আধিকারিক ও এই প্রকল্পের সাথে যুক্ত রাজ্য সরকারের আধিকারিকরা উপস্থিত ছিলেন।














এই প্রকল্প নিয়ে আলোচনার সময় আধিকারিক জানান আসানসোল পুর এলাকায় এই প্রকল্পের কিভাবে কাজ করবে, এর আওতায় কোন ওয়ার্ডে রাস্তা তৈরি বা মেরামত করা হবে। এই বিষয়ে ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনগণের উন্নয়নের জন্য অনেক জনকল্যাণমূলক প্রকল্প করেছেন। তারমধ্যে পথশ্রীও এমনই একটি প্রকল্প। তিনি আরো বলেন, এই প্রকল্পের মাধ্যমে আসানসোল পুরনিগমের কাছে ২৫৪টি কাজ এসেছে। এর জন্য ১০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
আসানসোল পুর এলাকায় প্রায় ২০০ কিলোমিটার রাস্তা নির্মাণ বা মেরামতের কাজ করা হবে। ওয়াসিমুল হক বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় ১০০টি জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে অনেকগুলি বিশ্বস্তরে স্বীকৃতি এবং অনুমোদন পেয়েছে। এমন পরিস্থিতিতে অন্যান্য রাজ্যও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্পগুলি অনুকরণ করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুসরণ করে আসানসোল পুরনিগমও সর্বদা জনগণকে সর্বাধিক সুযোগ-সুবিধা এবং পরিষেবা প্রদানের জন্য সচেষ্ট থাকে।

