আসানসোলে আদিবাসী সমন্বয় ও উন্নয়ন সমিতির সভায় মন্ত্রী মলয় ঘটক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের ব্লু ফ্যাক্টরি এলাকায় রবিবার আসানসোল আদিবাসী সমন্বয় ও উন্নয়ন সমিতির পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয়। এই সভায় আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক প্রধান বক্তা হিসেবে উপস্থিতি ছিলেন। এছাড়াও আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, বোরো চেয়ারম্যান অনিমেষ দাস, উৎপল সিনহা সহ আদিবাসী সমাজের বহু মানুষ উপস্থিত ছিলেন। মন্ত্রী মলয় ঘটক সহ সমস্ত অতিথিদের উদ্যোক্তাদের তরফে সম্মানিত করা হয়।














সভায় মন্ত্রী মলয় ঘটক বলেন, আদিবাসী সমাজের উন্নয়নের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে নানা রকম প্রকল্প করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আদিবাসী সমাজের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। তিনি আরো বলেন, এর আগের সরকার আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জন্য কিছু করেনি বা ভাবেনি।


