এসআইআর নিয়ে বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে রোল অবজার্ভার
বেঙ্গল মিরর, কাজল মিত্র : বংশধর দেখিয়ে হু-হু করে বেড়েছে ভোটার সংখ্যা। কড়া নজরদারি শুরু করছে কমিশন( voter list irregularities)ভোটার তালিকায় এস আই আর বিষয়ক অনিয়ম নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ তুলছে আর সেই অভিযোগ খতিয়ে দেখতে বিভিন্ন ব্লকের পরিদর্শনে গেলেন রোল অবজার্ভার স্মিতা পান্ডে (আই এ এস)।














এদিন তিনি সালানপুর ব্লকের
কল্লা গ্রাম পঞ্চায়েত এলাকার কেশর ডি আদিবাসী পাড়া , চিত্তরঞ্জন ব্লক ও বারাবনি ব্লকের মোহনপুর সহ একাধিক জায়গায় পরিদর্শন করেন। এবং গিয়ে গিয়ে ভোটার, বংশধর ভিত্তিক নাম তোলা হয়েছে কিনা এছাড়া এসআইআর ফর্ম ফিলাপ হয়েছে কিনা তা খতিয়ে দেখেন পর্যবেক্ষক সুমিতা
পান্ডে ।
ভোটার তালিকা সংশোধন ও এসআইআর (SIR) প্রক্রিয়া ঘিরে যাতে কোথায় ত্রুটি, বা অসংগতি না থাকে সেই দিকে বিশেষ নজর দেন।
যদিও এই বিষয়ে অবজার্ভার স্মিতা পান্ডে সাংবাদিকদের কাছে সেই রকম কিছু বলতে চাননি। এদিন এই পর্যবেক্ষণ প্রক্রিয়া চলাকালীন রোল অবজার্ভার স্মিতা পান্ডে ছাড়াও উপস্থিত ছিলেন ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার কৌশিক মুখার্জী, সালানপুর ব্লক আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস,যুগ্ম ব্লক আধিকারিক রবি সৌরভ , এ ডি ও রাজশ্রী মুখার্জি সহ অন্যান্য আধিকারিকারা।


