আসানসোল পুলিশ লাইন ময়দানে অনুষ্ঠিত হোলো দুই রাত্রি ব্যাপী বিরাট যাত্রানুষ্ঠান
বেঙ্গল মিরর, আসানসোল : আসানসোল পুলিশ লাইন ময়দানে অনুষ্ঠিত হোলো দুই রাত্রি ব্যাপী বিরাট যাত্রানুষ্ঠান গত ১৩.১২.২৫ এবং ১৪.১২.২৫, মানণীয় কমিশনার অফ পুলিশ, শ্রী সুনীল কুমার চৌধুরী,আই.পি.এস.মহাশয়ের উদ্যোগে। প্রথম দিন অভিনয় করেছেন আসানসোল পুলিশ লাইনের কর্মীবূন্দ। তাদের আন্তরিক অভিনয় দক্ষতা প্রমাণ করে দিয়েছেন ডঃ তাপস কুমার রচিত সংসারে আজ কালো মেঘ যাত্রা পালার মাধ্যমে।














যার স্বম্পাদনা, নির্দেশনা, এবং অভিনয়ে ছিলেন বাবলু চ্যাটার্জি সহ অন্যান্য পুলিশ কর্মচারী বূন্দ। দ্বিতীয় দিন ১৪.১২.২৫ তারিখে অনুষ্ঠিত হয় কলকাতার নিউ যাত্রা লোক অপেরা পরিবেশিত পাপ কে সাজা দিতে পূণ্য আসছে। আসানসোল পুলিশ লাইনের মাঠে অগনীত দর্শক সমাগমে প্রশংসিত হয় যাত্রা পালা দুটি। আসানসোল পুলিশ লাইন রামকৃষ্ণ যাত্রা সমাজের স্বম্পাদক,নির্দেশক এবং অভিনেতা বাবলু চ্যাটার্জি উল্লেখ করেন যে যাত্রা শুধু মাত্র বিনোদন মূলক অনুষ্ঠান নয়। যাত্রা লোক শিক্ষার ধারক ও বাহক।দেশ স্বাধীন হওয়ার আগে কলকাতার চিৎপুর থেকে ওপার বাংলায় (বর্তমানে বাংলাদেশ) যাত্রা শিল্পীরা দলবল নিয়ে যেতেন যাত্রাভিনয় করতে। বর্তমান বাঙলাদেশেও যাত্রা শিল্পীরা দাপটের সঙ্গে অভিনয় করছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস নিজে যাত্রা দেখতেন নিয়মিত এবং বলতেন যাত্রায় লোক শিক্ষা হয়তো এবং নাট্যকার, ও অভিনেতা গিরিশ ঘোষ ঠাকুর শ্রীরামকৃষ্ণের খুবই স্নেহভাজন ছিলেন।
বাবলু চ্যাটার্জির কথায় যাত্রা আমাদের ঐতিহ্য এবং এই যাত্রায় অভিনয়ের মাধ্যমে আমরা পুলিশ ও জনসাধারণের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করি।দির্ঘ দিন পর যাত্রায় আবার জোয়ার এসেছে এবং বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে যাত্রা জগতের প্রতি উন্মাদনা তৈরী হয়েছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর মানবিক দূষ্টি দিয়ে যাত্রার প্রভূত উন্নয়নের চেষ্টা করছেন।এই দুই রাত্রি ব্যাপী যাত্রানুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী অচিন্ত্য কুমার দে, এ্যাসিস্টেন্ট কমিশনার অফ পুলিশ, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট, শ্রী সঞ্জয় চ্যাটার্জি, রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ এ.ডি.পি.সি. কেশব গোস্বামী, শ্রীজিব পান্ডা,রাম কুমার রায়,অপু রায়, কুনাল রায়, শৈবাল ঝরিয়াত, বেনীমাধব মন্ডল, চম্পা ব্যানার্জি, মিস্ বিনা, মিস্ কুহেলী সহ অন্যান্য শিল্পী বূন্দ এবং অন্যান্য আধিকারিক বূন্দ।,


