” পুলকার” নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে এডিপিসি, ৩১ জানুয়ারির পরে ব্যক্তিগত গাড়িতে পড়ুয়া বহনে নিষেধাজ্ঞা
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পুলকারে ‘রোড সেফটি’ নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট বা এডিপিসি। পার্সোনাল বা ব্যক্তিগত গাড়িকে পুলকার হিসেবে চালালে ২০২৬ র ৩১ জানুয়ারির পরে আর রেহাই মিলবে না। দুর্গাপুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ( ট্রাফিক) পিভিজি সতীশ পশুমার্থী। তিনি বলেন, দুর্ঘটনা রুখতে প্রতিটি স্কুলে গঠন করা হবে স্কুল রোড সেফটি কমিটি। যেখানে থাকবেন স্কুল ও অভিভাবকদের প্রতিনিধি, ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিক ও পুলকার কর্তৃপক্ষ।মঙ্গলবার দুপুরে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি স্কুলে অভিভাবক ও পুলকার মালিকদের নিয়ে বৈঠক হয়।














উলুবেরিয়ায় পুলকার দুর্ঘটনায় তিন পড়ুয়ার মৃত্যুর পর রাজ্য জুড়ে কড়া নির্দেশিকা জারি হয়েছে।এই বৈঠকে ডিসিপি (ট্রাফিক) বলেন, নিয়ম ভাঙলে অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আইন ভাঙলে কাউকে ছাড়া হবে না।এই বৈঠকের পরে, পুলকার এ্যাসোসিয়েশনের সঞ্জয় দাস বলেন, এদিন পুলিশের তরফে বেশ কিছু কথা বলা হয়েছে। আমাদেরও কিছু কথা বলার আছে। তাই আমরা সময় চেয়েছি। তবে তিনি পুলকার এ্যাসোসিয়েশনের কি কথা আছে, তা তিনি খোলসা করে এদিন বলেননি।


