আসানসোলে শুরু ৯ তম পশ্চিম বর্ধমান জেলা বইমেলা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের পোলো গ্রাউন্ড লাগোয়া এনসিসি গ্রাউন্ডে মঙ্গলবার থেকে শুরু হলো ৯ম পশ্চিম বর্ধমান জেলা বইমেলা । রাজ্য সরকারের গ্রন্থাগার দপ্তর এই বইমেলার আয়োজন করেছে। মঙ্গলবার বিকেলে পদযাত্রার মধ্যে দিয়ে এই জেলা বইমেলার সূচনা হয়। আসানসোলের জিটি রোডের রবীন্দ্র ভবনের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। সেই পদযাত্রা জিটি রোড, ভগৎ সিং মোড় ও বার্নপুর রোড হয়ে এনসিসি গ্রাউন্ডে গিয়ে শেষ হয়। পরে এক অনুষ্ঠানে মঞ্চে প্রদীপ জ্বালিয়ে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদিকুল্লা চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক ও পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম।














উদ্বোধনী বক্তা হিসেবে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, আসানসোল একটি অত্যন্ত প্রাচীন শহর। তাই আমি চাই আসানসোলের ইতিহাস লেখা হোক। আসানসোলের একেবারে শুরুর সময় থেকে আজ পর্যন্ত আসানসোলের ঘটনাবলীর ইতিহাস লেখা খুবই গুরুত্বপূর্ণ। যাতে নতুন প্রজন্ম আসানসোলের ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানতে পারে।
ঘটনাচক্রে মঙ্গলবারই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসানসোলে এসে একাধিক ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করেন। সেই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বড় বড় কথা বলা সহজ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ১৫ বছর সরকারে থেকে জনগণের সেবা করা আলাদা কথা। বাংলার মানুষেরা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কি উন্নতি হয়েছে। এবারের জেলা বইমেলা আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

