উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীকে, দুর্নীতি নিয়ে পৌরনিগমকে আক্রমণ অগ্নিমিত্রা পালের
জামুড়িয়ায় তৃণমূলে পাল্টা সভা নিয়ে কটাক্ষ বিজেপির জেলা সভাপতির
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের শীতলায় ১৯ নং জাতীয় সড়ক লাগোয়া বিজেপির জেলা কার্যালয়ে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল একটি সাংবাদিক সম্মেলন করেন। এই সাংবাদিক সম্মেলনে তার সাথে ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য। এই সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের তরফে জিজ্ঞাসা করা হয় যে জামুরিয়ায় ঠিক যে জায়গায় তিনদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বুথ কর্মী সম্মেলন হয়েছিলো, সেখানে এদিন রাজ্যের দুই মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও মলয় ঘটককে দিয়ে তৃণমূল কংগ্রেস একটি সভার আয়োজন করেছে।














এই প্রসঙ্গে, দেবতনু ভট্টাচার্য বলেন, কিছুদিন আগে দেখা গেছে যে ভারতীয় জনতা পার্টি যেখানেই সভা আয়োজন করে, সেখানেই তৃণমূল কংগ্রেসও সভা আয়োজন করে। এর থেকে বোঝা যায় যে অন্ততঃ আসানসোলে তৃণমূল কংগ্রেসের নেতারা বুঝতে পেরেছেন যে বিজেপির সমর্থনে মানুষ এগিয়ে আসছে। এখন এখানে তৃণমূলের সমর্থনের ভিত্তি শেষ হয়ে গেছে। তাই, সাধারণ মানুষ তাদের সভায় আসছে না। তাই তাদের কাছের এলাকার এমন লোকদের ডাকতে হচ্ছে যারা তৃণমূল কর্মী নন।
সাংবাদিক সম্মেলনে অগ্নিমিত্রা পাল বলেন, বর্তমান রাজ্যে যে সরকার চলছে তা এই রাজ্যের মানুষের ক্ষতি করছে। এটা জনগণের জন্য খুবই উদ্বেগের। শিক্ষা হোক, স্বাস্থ্য হোক বা কর্মসংস্থানের সুযোগ, সর্বত্রই অন্ধকার। সব জায়গায় দূর্নীতি। মানুষের কোন সুযোগ নেই। কিন্তু সরকার এ নিয়ে চিন্তিত নয়। সরকারে বসে থাকা মন্ত্রীরা কেবল নিজেদের পকেট ভরাতে ব্যস্ত। তিনি আরে বলেন, সম্প্রতি আসানসোল পুরনিগমের একটি ঘটনা সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, একটি ক্ষেত্রে ৪৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিলো। কিন্তু আসানসোল পুরনিগমে উঁচু পদে থাকা একজন প্রভাবশালী নেতা ১১ লক্ষ টাকা নিয়ে পুরো বিষয়টি ধামাচাপা দিয়েছেন। যা মেয়র নিজেই জানতেন না।
বিজেপি বিধায়ক নানা ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি স্মার্ট। আর বাংলার ১০ কোটি মানুষ বোকা। গোটা বাংলার পাশাপাশি আসানসোলের মানুষকেও আপনি ও আপনার দল বোকা বানিয়েছেন। আসানসোলের জন্য যা, যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার কোনটাই পূরণ করা হয়নি। তাই ভাবছেন, এইভাবেই ১৫ বছর কেটে গেছে। আবার ২০২৬ এ ক্ষমতায় আসবেন। এবার তা আর হবেনা বলে, দাবি বিজেপি বিধায়কের।

