আসানসোলে পুলিশের উদ্যোগে সাইবার অপরাধ আটকাতে সচেতনতা শিবির
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের জিটি রোডের মুর্গাশোল এলাকার একটি হোটেলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম দপ্তরের উদ্যোগে শুক্রবার একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের অবসরপ্রাপ্ত আইজি সুজিত সরকার। এছাড়াও ছিলেন সাইবার অপরাধ থানার সাব ইন্সপেক্টর (পিএসআই) অসীম সামুই ও আসানসোল দক্ষিণ থানার সাব ইন্সপেক্টর গৌতম কর্মকার।














এই শিবিরে পুলিশ আধিকারিকরা সাইবার অপরাধ এড়াতে কিভাবে সচেতনতা তৈরি করা যায়, সেই ব্যাপারে আলোকপাত করেন। বিশেষ করে তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় যেভাবে খুব সক্রিয়, সে সম্পর্কে মানুষকে সচেতন করা হয়। তাদেরকে কি ভাবে সাইবার অপরাধ এড়ানো যেতে পারে বা কিভাবে সাইবার অপরাধীরা তাদের ফাঁদে ফেলতে পারে এই ব্যাপারে সচেতন করা হয়।
9


