DURGAPUR

দিল্লির বাসিন্দাকে সাইবার প্রতারণা, অন্ডাল থেকে গ্রেফতার ঝাড়খন্ড গ্যাং এর ৩ সদস্য

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, দুর্গাপুর : অন্ডাল বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার হল তিন সাইবার দুষ্কৃতি । দিল্লির এক ব্যক্তিকে প্রতারণার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় । শনিবার ট্রানজিট রিমান্ডে ধৃতদের নিয়ে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেয় নিউ দিল্লির পুলিশ ।

সম্প্রতি সাইবার প্রতারণার শিকার হয়ে লক্ষাধিক টাকা হারায় নিউ দিল্লির একবাসিন্দা । তিনি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে সেখানকার পুলিশ । তদন্ত চালিয়ে পুলিশ তিন দুষ্কৃতিকে চিহ্নিত করতে সমর্থ হয় । প্রতারকদের মোবাইল টাওয়ার লোকেশনের উপর নজর রাখা শুরু করে পুলিশ । অন্ডাল থানা এলাকায় দুষ্কৃতীদের মোবাইল টাওয়ারের লোকেশন চিহ্নিত হওয়ার পর সেখানকার পুলিশ এর একটি দল অন্ডাল আসে । অন্ডাল থানার সহযোগিতায় শুক্রবার বিমানবন্দর চত্বর থেকে তিন দুষ্কৃতিকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃত তিন দুষ্কৃতির নাম রঞ্জিত কুমার মন্ডল, অজয় কুমার মন্ডল ও মেহবুব আনসারী । এরা সকলেই জামতড়া গ্যাং এর সদস্য বলে অনুমান পুলিশের । ধৃতদের শনিবার পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে । পুলিশ ধৃতদের ট্রানজিট রিমান্ড এর আবেদন জানায় । বিচারক সেই আবেদন মঞ্জুর করেন । এরপর ধৃতদের নিয়ে সড়ক পথে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেয় সেখানকার পুলিশ ।

সাম্প্রতিককালে অন্ডালের উখড়া গ্রাম, অন্ডাল সাউথ বাজার ও দুর্গাপুর ফরিদপুর থানার ইছাপুর এলাকা থেকে জামতারা গ্যাং এর একাধিক সদস্য ধরা পড়েছে পুলিশের জালে । পুনরায় একবার জামতলা জামতাড়া গ্যাং এর তিন সদস্য ধরা পড়ার ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য ।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *