কয়লা খনির কাজ বন্ধ করে বিক্ষোভ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : কয়লা খনির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট।ইসিএল এর কুনুস্টোরিয়া এরিয়ার, ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল ডিপার্টমেন্টের যে সকল খনি কর্মী রয়েছে, তাদের রবিবারের দিনে কাজ দেওয়া হচ্ছে না এই দাবিতে, রবিবারের সকাল থেকেই রবিবার কাজ যাতে তাদের দেওয়া হয়, সেই দাবী করে কয়লা খনির সামনে বিক্ষোভ দেখিয়ে কর্মবিরতি পালন করল, এই ডিপার্টমেন্টের খনি কর্মীরা। খনি কর্মীদের দাবি কয়লা খনির বিভিন্ন অংশে ম্যানপাওয়ার কম থাকায় বেশ কিছু ক্ষেত্রে তাদের প্রয়োজনীয়তা রয়েছে অথচ কয়লা খনি কর্তৃপক্ষ, তাদের সেই সকল কাজকর্ম গুলির না করিয়ে অন্যায় ভাবে রবিবারের শ্রম দিবস কাটার চেষ্টা চালাচ্ছে, যা নিয়ে ইতিমধ্যেই তারা কয়লাখনি কর্তৃপক্ষকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন।














ইসিএল এর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর শ্রমিকদের দাবি, কয়লা খনিতে বিভিন্ন অংশে মেসিনারি অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে যার ফলে মেন্টেনেন্সের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না, আর এই রবিবারের দিনেই মেনটেনেন্স করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে, যা থেকে কয়লা খনি কে নিরাপদ কয়লা কাঁটার কাজ সুনিশ্চিত করা সম্ভব হয়, অথচ শুধুমাত্র কয়লা খনিতে কয়লা কেটে নেওয়ার পর তা নিরাপদ করার জন্য কোনরূপ কোন ব্যবস্থা গ্রহণ হয় না, যার ফলে হামেশাই দুর্ভোগে পড়তে হয় শ্রমিকদের, আর এই সকল কাজকর্ম গুলি রবিবারের দিনে বিশেষ কাজের জন্য প্রদান করা হয়ে থাকে, আর তারপরও ম্যানেজমেন্ট ইচ্ছাকৃতভাবে কয়লা খনি গুলিকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করে, ইঞ্জিনিয়ারদের রবিবারের এই বিশেষ দিনে কাজ দিচ্ছে না, যার ফলে কয়লা খুনি অনেকটাই অসুরক্ষিত থাকবে।
আর রবিবারের এই বিশেষ কাজ করার থেকে বঞ্চিত হচ্ছে শ্রমিকেরা, বলেই দাবি করে, কয়লা খনিকে নিরাপদ ও তাদের রবিবারের কাজ সুনিশ্চিত করার দাবি তুলে বিক্ষোভ দেখায় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। বিক্ষোভকারীদের দাবি, তারা রবিবারের বিশেষ কাজ করার সুযোগ না পেলে তারা তাদের আন্দোলন লাগাতার চালিয়ে যাবেন। এমনকি সপ্তাহে দুদিন করে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। রবিবার এই দাবি তুলেই রানীগঞ্জের বাঁশড়া সি পিঠে, কাজ বন্ধ করে বিক্ষোভ সামিল হল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় দেড়শো জন কর্মী। তারা এদিন দাবি করে কয়লা খনিকে পরিকল্পিতভাবে বন্ধ করার জন্যই কয়লা খনি কর্তৃপক্ষ প্রচেষ্টা চালাচ্ছে, যা তারা কখনোই বাস্তবায়িত হতে দেবে না।


