পাণ্ডবেশ্বর টোটো পরিষেবা বন্ধ রাখল টোটো মালিকরা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি,পাণ্ডবেশ্বর:– রবিবার সাতসকালে পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ডের অধীনস্থ প্রায় সমস্ত এলাকারই টোটো পরিষেবা বন্ধ রাখল টোটো মালিকরা। প্রসঙ্গত বলাবাহুল্য যে, বেশ কয়েক মাস আগে থেকেই রাজ্য সরকার এবং পরিবহন দপ্তর থেকে নির্দেশ এসেছে যে রাস্তায় চলাচলকারী প্রতিটি টোটোর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। টোটো চালকদের কথা চিন্তাভাবনা করে দফাই দফাই সেই সময়সীমা বাড়ানো হয়েছিল কিন্তু এবার আর নয়, পরিবহন দপ্তরের নির্দেশ আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যেই রাস্তায় চলাচলকারী সমস্ত টোটোকে রেজিস্ট্রেশন করাতে হবে নইলে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা, কিন্তু রেজিস্ট্রেশনের জন্য ধার্য করার সময়সীমা এখনো ১০ দিন বাকি থাকার সত্বেও প্রশাসনের অতিরিক্ত চাপে ভোগান্তিতে পড়েছে টোটো চালকরা বলেই অভিযোগ ।














সেই কারণেই রবিবার সকাল থেকে পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ডের অধীনস্থ বিভিন্ন এলাকা থেকে টোটো চালকরা পাণ্ডবেশ্বর বাজার এলাকায় জমায়েত হয়ে বিক্ষোভে ফেটে পড়েন। নির্দিষ্ট সময়সীমার আগেই আমরা টোটো রেজিস্ট্রেশন করে নেব। কিন্তু হঠাৎ করেই গতকাল দুই ট্রাফিক সিভিক ভলেন্টিয়ার আমাদেরকে অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং পরে এক অফিসার এসেও আমাদের জানাই যে আজকের মধ্যে টোটো রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু আমাদের দাবি, সরকার ৩১শে ডিসেম্বর পর্যন্ত নির্দেশ দিয়েছেন কিন্তু তার আগে আমাদেরকে অতিরিক্ত চাপ সৃষ্টি করা কেন হচ্ছে? অন্যদিকে আরেক টোটো চালক জানায় আমরা সারা দিনে টোটো চালিয়ে মোটের উপর ২৫০ থেকে ৩০০ টাকা ইনকাম করে কোন রকমে সংসার চালাই। আমাদের পক্ষে রেজিস্ট্রেশনের জন্য যে পরিমাণ ফি ধার্য করা হয়েছে সেটা দেওয়া সম্ভব হয়ে উঠছে না তবুও আমরা চেষ্টা করছি। কিন্তু আমাদের কাছ থেকে কেন ব্যাংক একাউন্ট চাওয়া হচ্ছে ?
অন্যদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি জানান, সামান্য দু পয়সা ইনকাম করার টোটো চালকদের কাছে মোটা অংকের টাকা ধার্য করা হচ্ছে, কেন করা হচ্ছে এবং কি কারণেই বা তাদের ব্যাংক অ্যাকাউন্ট চাওয়া হচ্ছে ? তিনি বলেন গরিব মানুষের ভোট নিয়ে পান্ডবেস্বরের বিধায়ক হয়েছেন , সরকার গড়ছেন, আর আজ সেই গরীব মানুষের পেটেই লাথি দিচ্ছেন আপনারা।
আগামী দিনে এই দিনআনা দিনখাওয়া মানুষ জনই সঠিক জবাব দেবে। বিজেপি নেতার কথায় টোটো রেজিস্ট্রেশনের বিরুদ্ধে আমরা নয় কিন্তু রেজিস্ট্রেশন যেন ফ্রিতে হয় সে ব্যবস্থাই করতে হবে সরকারকে এমনটা জানায় এক টোটো চালক। তবে জানাযায় বেশ কয়েক ঘন্টা বিক্ষোভের পর আবারও আগের অবস্থায় টোটো পরিষেবা চালু হয় পান্ডবেশ্বরে ।এখন দেখার ভবিষ্যতে টোটো মালিকদের কথা চিন্তাভাবনা করে সরকার কি পদক্ষেপ নেয় ।।


