বার্নপুরে সাংসদ তহবিলের অর্থে তৈরি শেডের উদ্বোধন
বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের ৫৬ নম্বর ওয়ার্ডের বার্নপুর ওয়াগন কলোনির কল্যাণ সমিতিতে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার সাংসদ সদস্যের তহবিলের ১২ লক্ষ টাকা ব্যয়ে একটি ছাদের শেড তৈরি করা হয়েছে। রবিবার এক অনুষ্ঠানে শেডের ফিতে কেটে ও ফলক উন্মোচন করে উদ্বোধন করেন সাংসদ প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউরি, কাউন্সিলর তথা রাজ্য তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা অশোক রুদ্র, কাউন্সিলর কাহকশা রিয়াজ, গুরমিত সিং, ডঃ শৈলেন্দ্র কুমার সিং রূপক রায় সহ ক্লাবের অন্যান্য সদস্য এবং বিপুল সংখ্যায় স্থানীয় বাসিন্দারা।














অনুষ্ঠানে সাংসদ বলেন, আমাকে এখানকার কাউন্সিলারের মাধ্যমে এই ক্লাবের সদস্য ও এলাকার বাসিন্দারা এই শেডের জন্য অনুরোধ করেছিলেন। এই ক্লাবে সব মানুষেরা আসেন। তাই আমি অগ্রাধিকার ভিত্তিতে এই কাজের ব্যবস্থা করেছি।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কাউন্সিলর অশোক রুদ্র আসানসোল পুরনিগম এবং বেশ কয়েকটি গ্রামীণ এলাকায় সাংসদ শত্রুঘ্ন সিনহার উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন। তিনি সাংসদের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জনগণের জন্য কাজ করায় তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, কল্যাণ সমিতির ছাদের শেড নির্মাণের অর্থ বরাদ্দ করা হয়েছে সাংসদের তহবিল থেকে। জনসাধারণের সুবিধার্থে হাই-মাস্ট লাইট এবং শৌচাগারও তৈরি করা হবে। সাংসদ তহবিল থেকে বার্নপুরের বিভিন্ন এলাকায় রাস্তা নির্মাণ করা হয়েছে। এছাড়াও, সাংসদ তহবিল থেকে ধ্রুপ ডাঙ্গা এলাকায় একটি হাই মাস্ট লাইট বসানো হবে।উল্লেখ্য, বার্নপুরের ওয়াগন কলোনির এই কল্যাণ সমিতির শেডের জরাজীর্ণ অবস্থা ছিলো। সেই কারণে, ক্লাবের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা একটি ছাদ শেড নির্মাণের জন্য আসানসোলের সাংসদের কাছে অনুরোধ করেছিলেন। সেই মতো আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহাকে এলাকার বাসিন্দাদের অনুরোধ মাথায় রেখে এই কাজের অনুমোদনের জন্য পদক্ষেপ নেন। গত অক্টোবর মাসে শেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল।


