মন্ত্রী মলয় ঘটকের বিধানসভা এলাকায় ” উন্নয়নের পাঁচালী ” র ট্যাবলোর উদ্বোধন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ রাজ্যের অন্য বিধানসভার মতো রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের বিধানসভায় আসানসোল উত্তর কেন্দ্রে ” উন্নয়নের পাঁচালী “র ট্যাবলো বার করা হয়। রবিবার সকালে আসানসোলের জিটি রোডে রাহা লেন মোড় সংলগ্ন এলাকায় এক অনুষ্ঠানে সবুজ পতাকা দেখিয়ে এই ট্যাবলোর উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। এই ট্যাবলো গোটা বিধানসভা এলাকায় ঘুরবে। এর লক্ষ্য হল গত ১৫ বছরে রাজ্য সরকারের কাজ সম্পর্কে জনগণকে সচেতন করা।














এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ১৫ বছরে রাজ্যে যে উন্নয়নমূলক কাজ করা হয়েছে তা জনগণকে জানানোর জন্য “উন্নয়নের পাঁচালী নামে” একটি ট্যাবলো বার করা হয়েছে। এই ট্যাবলো আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ঘুরবে। এর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা রাজ্য সরকারের সাফল্য এবং জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে জনগণকে সচেতন করা হবে।

