এসআইআরে শুনানি প্রক্রিয়া শুরুর তোড়জোড়, আসানসোলে মহকুমাশাসক কার্যালয়ে সর্বদলীয় বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল মহকুমাশাসকের ( সদর) কার্যালয়ের কনফারেন্স হলে সোমবার এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়ে শুনানির আগে একটি সর্বদলীয় বৈঠক হয়। মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্যের উপস্থিতিতে হওয়া এদিনের বৈঠকে আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ এবং কুলটি বিধানসভা কেন্দ্রের নির্বাচন কমিশন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।পরে এই বিষয়ে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় বলেন, প্রতিটি বিধানসভা কেন্দ্রের পাঁচটি জায়গায় শুনানি হবে বলে জেলা প্রশাসনের তরফে এদিন জানানো হয়েছে।














সেখানে তৃণমূল কংগ্রেস দাবি করেছে যে শুনানি প্রক্রিয়া কমপক্ষে ১০টি জায়গায় করা হোক। তিনি এই প্রসঙ্গে বলেন, শুনানি কেবল মাত্র পাঁচটি জায়গায় হলে প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী দরিদ্র মানুষদের শুনানির জন্য পৌঁছানো কঠিন হয়ে পড়বে। সেই সুযোগ নিয়ে তাদের নাম মুছে ফেলা হতে পারে। গুরুদাসবাবু বলেন, যাদের নাম শুনানির জন্য এসেছে তাদের শুনানি কেন্দ্রে আনার জন্য তৃণমূলের পক্ষ থেকে সবরকম চেষ্টা চালানো হচ্ছে।
বৈঠকের বিষয়ে বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ মতো প্রশাসন এখন এসআইআর শুনানি প্রক্রিয়া নিয়ে উদ্যোগ নিচ্ছে। রাজনৈতিক দলগুলি বলছে যে শুনানি কেন্দ্রের সংখ্যা খুবই কম। বিশ্বজিৎবাবু বলেন নির্বাচন কমিশনের জারি করা নির্দেশিকা অনুসারে কাজ করা হচ্ছে। তবে তিনি বলেন, শুনানি কেন্দ্রের সংখ্যা বাড়ানোর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু প্রস্তাব পাঠানো হয়েছে।প্রসঙ্গতঃ, আগামী ২৬ ডিসেম্বর থেকে এই শুনানি প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।


