DURGAPUR

আবাসনে বন্ধ জল সরবরাহ, পাম্প হাউসে তালা ঝোলালো মহিলারা

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, দুর্গাপুর : খনি আবাসনে বন্ধ রয়েছে জল সরবরাহ । প্রতিবাদে পাম্প হাউসে তালা ঝোলালো আবাসিক মহিলাদের একাংশ । ইসিএলের বাঁকোলা এরিয়া স্টফ কলোনি এলাকার ঘটনা । পাণ্ডবেশ্বর থানার খনি সংস্থা বাঁকোলা এরিয়ার স্টাফ কলোনি (বি টাইপ) আবাসনে জল সরবরাহ বন্ধ থাকায় সমস্যায় পড়েছে আবাসিকরা । প্রতিবাদে মঙ্গলবার সকালে পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় আবাসিক মহিলাদের একাংশ । দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ । দ্রুত জল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস দেয় কর্তৃপক্ষ । এরপর উঠে বিক্ষোভ ।

আবাসিক সোমা মুখার্জি, সংগীতা কুমারীরা জানান পাইপলাইন সংযোগের মাধ্যমে আবাসনে জল সরবরাহ করে কর্তৃপক্ষ । মার্চ মাস থেকে আবাসনে অনিয়মিত ভাবে পানীয় জল আসছে পাইপলাইনে । গত ৩-৪ দিন ধরে জল আসা সম্পূর্ণ বন্ধ রয়েছে । জল না থাকায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কম বেশি সব আবাসিককে । কয়েকদিন আগে সমস্যার কথা কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানানো হয় । কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি । সেই কারণেই এদিন পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান বলে জানান তারা । নাম প্রকাশে অনিচ্ছুক সংস্থার আকাধিকারিক বলেন মটর যন্ত্র বিকল হওয়ার কারণেই জল সরবরাহে বিঘ্ন ঘটছে । মোটর যন্ত্র ঠিক করে দ্রুত জল সরবরাহ করা হবে বলে জানান তিনি ।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *