কারখানায় নির্মাণ কাজ চলাকালীন বড় দুর্ঘটনা, দুই শ্রমিকের মৃত্যু
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া: জামুড়িয়া থানার অন্তর্গত কেন্দা ফাঁড়ির ধানসাল মোড় এলাকায় অবস্থিত একটি বেসরকারি কারখানা জেবি এনার্জি-তে মঙ্গলবার সকাল প্রায় ১০টা নাগাদ নির্মাণ কাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় দুই শ্রমিক গুরুতর আহত হন। তাদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।














প্রাপ্ত তথ্য অনুযায়ী, কারখানার একটি অংশে গত কয়েকদিন ধরে পাঁচজন শ্রমিক আলবেস্টার বসানোর কাজ করছিলেন। তাঁরা কারখানার স্থায়ী কর্মী নন, বাইরে থেকে চুক্তিভিত্তিকভাবে এই কাজ করতে এসেছিলেন।মঙ্গলবার সকালে কাজ চলাকালীন হঠাৎ আলবেস্টার ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহত দুই শ্রমিককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁদের প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি।মৃতদের পরিচয় ফাহিম আনসারি (৩৬) ও আসিফ ইকবাল (৪২) হিসেবে জানা গেছে। দু’জনেই আসানসোল পুরনিগমের ৬৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুলটি এলাকার বাসিন্দা।
ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় কারখানা চত্বরে ক্ষতিপূরণ দাবিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। শ্রমিক সংগঠন ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে ক্ষতিপূরণ নিয়ে আলোচনা হলেও কোনও সমাধান সূত্র বেরোয়নি। জানা গেছে, বুধবার কারখানার মালিকের সঙ্গে বৈঠক করে ক্ষতিপূরণের বিষয়ে আলোচনা করা হবে।এ বিষয়ে সঙ্গে কাজ করা শ্রমিক মহম্মদ খলিল জানান, দুর্ঘটনার সময় মোট পাঁচজন শ্রমিক আলবেস্টার বসানোর কাজে নিযুক্ত ছিলেন।
তাঁর অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ যে আলবেস্টার সরবরাহ করেছিল তা নিম্নমানের হওয়ায় হঠাৎ ভেঙে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, ক্ষতিপূরণ নিয়ে আলোচনা হলেও এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।স্থানীয় সূত্রের খবর, উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মঙ্গলবার ফের কারখানায় বড়সড় বিক্ষোভের সম্ভাবনা রয়েছে।


