পুলকারে ট্রাফিক নিয়ম মানতে কড়া নজরদারি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের, বেসরকারি স্কুলে সচেতনতামুলক প্রচার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়া পুলকার সম্পর্কে বিশেষ প্রচার অভিযান চালাচ্ছে। যাতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। বুধবার আসানসোলের একটি বেসরকারি স্কুলে এমনই একটি সচেতনতামূলক প্রচার চালানো হয়। এই উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ( ট্রাফিক) পিভিজি সতীশ, এসিপি ( ট্রাফিক) বিশ্বজিৎ সাহা ও আসানসোল উত্তর ট্রাফিক গার্ড ওসি মহঃ আশরাফুল ছিলেন। এর পাশাপাশি ঐ বেসরকারি স্কুলের প্রিন্সিপাল, শিক্ষক, পড়ুয়া, অভিভাবক এবং পুলকার চালকরা উপস্থিত ছিলেন।














এই ডিসিপি (ট্রাফিক) পিভিজি সতীশ জানিয়েছেন, ২০২৬ সালের ৩১ জানুয়ারির মধ্যে সমস্ত পুলকারে বাণিজ্যিক নম্বর প্লেট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এর পাশাপাশি জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে, পুলিশ কমিশনারেট প্রতিটি স্কুলে একটি রোড সেফটি বা নিরাপত্তা বিভাগ খোলা হবে। যারা পর্যবেক্ষণ করবে যে পুলকার চালকরা গাড়ি চালানোর সময় সমস্ত সরকারি নিয়ম মেনে চলছে কিনা।ডিসিপি ( ট্রাফিক) এদিন স্পষ্টভাবে জানিয়েছেন, ৩১ জানুয়ারির পরে, যেসব পুল কারের বাণিজ্যিক নম্বর প্লেট থাকবে না বা পুলকার পশ্চিমবঙ্গ সরকারের পরামর্শ ও নির্দেশ মেনে চলবে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


