আসানসোল পুরনিগমের স্বাস্থ্য অফিসে বিক্ষোভ আশা কর্মীদের, বেতন বৃদ্ধির দাবিতে
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের আশা কর্মীরা বেতন বৃদ্ধি এবং নিয়মিত বেতন দেওয়া সহ বিভিন্ন দাবিতে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন। বুধবার তারা আসানসোলের এসবি গড়াই রোডের সুকান্ত ময়দান এলাকার বোরো অফিসের সংলগ্ন স্বাস্থ্য অফিসে ধর্ণা অবস্থানে বসে বিক্ষোভ দেখান।














এই বিষয়ে, আশা কর্মী অর্পিতা রায় বলেন, আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছি। আমরা দিনরাত কাজ করে আসছি৷ কিন্তু আমরা শ্রমের জন্য পর্যাপ্ত পারিশ্রমিক পাচ্ছিনা না। আমরা প্রশাসনের উচ্চ পর্যায়ে বারবার আবেদন করেছি৷,কিন্তু আমাদের আবেদনে কোন কাজের কাজ হয়নি। তিনি আরো বলেন, সেই জন্য আমরা আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছি। আমাদের একমাত্র দাবি সময় মতো বেতন দেওয়ার পাশাপাশি বেতন বৃদ্ধি।


