আসানসোল রূপতাপস মাউন্টেনিয়ারিং ক্লাবের উদ্যোগ, জয়চন্ডীতে চারদিনের ৩৬তম রক ক্লাইম্বিং কাম অ্যাডভেঞ্চার কোর্স
বেঙ্গল মিরর, পুরুলিয়া, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল রূপতাপস মাউন্টেনিয়ারিং ক্লাবের উদ্যোগে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হলো ৩৬তম রক ক্লাইম্বিং কাম অ্যাডভেঞ্চার কোর্স। চারদিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরটি ২৫ ডিসেম্বর শুরু হয়ে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।এই অ্যাডভেঞ্চার কোর্সে মোট ৭০ জন অংশগ্রহণ করছে। এর মধ্যে বেসিক কোর্সে ৫৬ জন,অ্যাডভান্স কোর্সে ৭ জন এবং অ্যাডভেঞ্চার কোর্সে ৭ জন অংশ নিচ্ছেন।














এদিন এক অনুষ্ঠানে এই কোর্সের উদ্বোধন করেন ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) অঞ্জন গুহ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথপুরের এসডিপিও রাহেদ শেখ এবং রঘুনাথপুর থানার আইসি অতনু সাঁতরা তাদেরকে সংবর্ধনা দেন সুধাময় হাজরা।চারদিনের এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারীদের রক ক্লাইম্বিং, দড়ি ব্যবহারের কৌশল, উচ্চতায় ভারসাম্য রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা, দলগত কাজ এবং দুর্যোগ মোকাবিলার প্রাথমিক ও উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেবেন।আয়োজকদের মতে, এই ধরনের অ্যাডভেঞ্চার কোর্স যুবসমাজের মধ্যে সাহসিকতা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ ও দায়িত্বশীল পর্যটনের বার্তাও পৌঁছে দেয়। শিবির শেষে সব অংশগ্রহণকারীকে শংসাপত্র দেওয়া হবে ।

