KULTI-BARAKAR

অতো সহজ নয়, বাংলাকে বাংলাদেশ করা : মিঠুন চক্রবর্তী

কুলটিতে সভায় হুঁশিয়ারি, দিলেন সনাতনীদের একজোট হওয়ার ডাক

বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* ” অতো সহজ নয়, বাংলাকে বাংলাদেশ করে দেওয়া। শেষ রক্তবিন্দু দিয়ে আমরা বাংলাকে বাঁচাবো। ” শনিবার বিকেলে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার আলডি ফুটবল ময়দানে বিজেপির এক সভা থেকে এমন ভাবেই হুঁশিয়ারি দিলেন মিঠুন চক্রবর্তী। পাশাপাশি, ২০২৬ এর নির্বাচনকে সামনে রেখে সনাতনীদের একজোট হওয়ার বার্তা শোনা গেলো মহাগুরুর গলায়। বিজেপির কেন্দ্রীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্তীর সঙ্গে এদিনের সভায় ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য, কুলটি ও আসানসোল দক্ষিণ বিধানসভার দুই বিধায়ক ডাঃ অজয় পোদ্দার ও অগ্নিমিত্রা পাল, কৃষ্ণা প্রসাদ সহ বিজেপি জেলা নেতৃত্ব। আধঘন্টারও বেশি সময় ধরে বক্তব্যে মিঠুন চক্রবর্তী আগাগোড়া ছিলেন আক্রমণাত্মক।

মিঠুন বলেন, বাংলায় কোন কোন উন্নয়ন নেই। কল কারখানা নেই। না আছে শিক্ষা, না স্বাস্থ্য আছে এরাজ্যে। বলার মধ্যে আছে শুধু দুর্নীতি, আর দুর্নীতি। বর্তমান যা পরিস্থিতি, তা দেখে মনে হচ্ছে এটা যেন পশ্চিম বাংলা নয়। যেন তৈরি হয়েছে পশ্চিম বাংলাদেশ। তার কথায়, এমন পরিস্থিতি তৈরি হয়েছে, হিন্দুদের ওপর আঘাত এলে এরাজ্যে প্রতিবাদ করতে পারবেন না। দেখলেন, কদিন আগে কলকাতায় কি হলো? প্রতিবাদ করা মিছিলে পুলিশ লাঠি চালালো। তাতে কতজন আহত হলেন। ২৮ জনকে পুলিশ গ্রেফতার করলো। তারমধ্যে মহিলারাও আছেন।

মিঠুন এদিনের সভায় সাফ বলেন, বিজেপি মুসলমানের বিরুদ্ধে নয়। মুসলমানদের মধ্যে যারা ভারতে থেকে এদেশের ক্ষতি করার চেষ্টা করছে তাঁদের বিরুদ্ধে। সদ্য তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীর বলেছিলেন, আমরা ৭০ শতাংশ । ৩০ শতাংশ হিন্দুকে কেটে নদীতে ভাসিয়ে দেবে। সেই হুমায়ুন এখন বলছে, মুখ্যমন্ত্রী এসব বলতে বলেছিলেন। ত হলে একবার ভাবুন রাজ্যের শাসক দলের কি অবস্থা। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে এদিনের সভা থেকে বর্ষীয়ান অভিনেতা বলেন, এতো সহজ নয় বাংলাকে বাংলা দেশ করে দেওয়া। শেষ রক্তবিন্দু দিয়ে আমরা বাংলাকে বাঁচাবো। কাশ্মীরে হিন্দু ব্রাহ্মণদের তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন যদি এসব এই রাজ্যে হয়। আমরা তাহলে কোথায় যাবো?

মিঠুন বলেন, এদিন আমার কুলটিতে ভাই বোনের সঙ্গে দেখা করতে এলাম। এই কুলটি বিজেপির। যারা কমিউনিস্ট পার্টি করেন, হিন্দুত্বকে মানেন। কংগ্রেস, এমনকি তৃণমূল হিন্দুদের বলছি বিজেপিকে ভোট দিন। আবার সবাকে বলছি এক ছাতার তলায় আসুন। মনে রাখবেন, বিজেপি একমাত্র দল, যারা ক্ষমতায় এসে আপনাদের রক্ষা করতে পারবে। এদিন সভায় আসা মহিলাদের উদ্দেশ্যে মিঠুন বলেন, কেউ লক্ষীর ভাণ্ডার ছাড়বেন না। ওটা আপনাদের। আপনাদের টাকা আপনাদের দেওয়া হচ্ছে। তবে এই লক্ষীর ভান্ডারে দেওয়া এক হাজার টাকা নিয়ে অনেকে আমাকে অনেক কথা বলেন। আমি অনেক কষ্ট করে বড় হয়েছি। আমরা পশ্চিমবাংলার মানুষ কষ্টে আছি। কিন্তু কোনভাবেই দুর্নীতি বরদাস্ত করবেন না।

একেবারে শেষে, নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নিজের সিনেমার ডায়লগ ধরে বলেন, ” আমি জাত গোখরো। শুধু দুধ কলা খাই। নাম তুফান। বছরে এক আদবার আসি। যখন আসি তখন প্রলয় ঘটে “। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিঠুন চক্রবর্তী বলেন, হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে, তা উচিত নয়। যা, হচ্ছে, তা একেবারেই ঠিক হচ্ছে না। এমন একদিন হয়তো আসবে, তখন সবাই জেগে উঠবে। তখন কিছু করার থাকবে না। দিন কয়েক আগে, রাজ্যের মৎস্য দপ্তরের প্রতিমন্ত্রী রাজ্যের নারী নির্যাতন ও নিরাপত্তা নিয়ে সমালোচনা করেন ও পরে নিজের বক্তব্য থেকে সরে আসেন। এদিন এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিঠুন বলেন, বক্তব্য রাখার পরে পাল্টি খেলে কি হবে? সত্যি কথা তো মুখ দিয়ে একবার তো বেরিয়ে গেছে। আর কিছু করার নেই।

J

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *