সরকারী পাইপ চুরি করতে গিয়ে হাইড্রা ও ট্রাক সমেত ধরা পড়লো ৩ জন
বেঙ্গল মিরর, নিয়ামতপুর: নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের বড় সাফল্য সরকারী পাইপ চুরি করতে হাইড্রা ও ট্রাক সমেত ধরা পড়লো ৩ জন ঘটনার সম্বন্ধে পুলিশ সূত্রে খবর গতকাল সকাল ন’টায় প্রকাশ্য দিবালোকে সরকারি পানীয় জলের পাইপ চুরি করার খবর পায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে নিয়ামতপুর স্থিত ইস্কো বাইপাস রোড সংলগ্ন শিশু তীর্থ স্কুলের পাসে মাঠে রাখা আসানসোল পৌর নিগমের পানীয় জলের পাইপ চুরি করতে হাতেনাতে ধরা পড়ে ৩ জন সাথে একটি হাইড্রা এবং একটি ১২ চাকা ট্রাক।














পুলিশ সূত্রে জানা যায় গ্রেপ্তার তিনজন হাইড্ররা চালক – ইমরান আনসারী বাড়ি নিয়ামতপুর নবী নগরের বাসিন্দা তার সঙ্গে থাকা হাইড্রর হেল্পার- ইনজামম আনসারী বাড়ি – কুলটির সাকতোড়িয়াতে এবং ট্রাক চালক প্রেম চন্দ্র প্রসাদ বাড়ি জামুরিয়া থানার নর্থ শিয়ারশোলে। অভিযুক্ত তিন জনকে আজ দুপুরে আসানসোল জেলা আদালতে তোলা হয় তাদেরকে ৭ দিন পুলিশ হেপাজতে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যায়


