PANDESWAR-ANDAL

সাহিত্য সভা, কবিতা উৎসবের আয়োজন

বেঙ্গল মিরর।সার্থক কুমার দে, অন্ডাল : “কৃষ্ণমৃত্তিকা” সাহিত্য পরিষদ সংস্থার উদ্যোগে আয়োজিত হল সাহিত্য সভা ও কবিতা উৎসব । রবিবার অনুষ্ঠানটি হয় ইসিএলের বাঁকোলা এরিয়ার গুলমোহর ক্লাব প্রেক্ষাগৃহ এ । অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাহিত্যিক ডঃ শর্মিষ্ঠা দাস, অরুনাভ সেনগুপ্ত, এনায়েত রাবি, বাঁকোলা এরিয়ার জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার সাহু, রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা ।

প্রথম পর্বে সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি কুমুদকান্তি রায় এর লেখা একটি কাব্যগ্রন্থ সহ বেশ কয়েকটি পত্রিকা প্রকাশ করা হয় । দ্বিতীয় পর্বে ছিল স্বরচিত কবিতা পাঠের আসর । সংগঠকদের পক্ষে সুমিত বন্দ্যোপাধ্যায় কুমুদকান্তি রায় জানান এদিন অনুষ্ঠানে দুই বর্ধমান ও বীরভূম থেকে প্রায় ১০০ জন কবি সাহিত্যিক উপস্থিত হয়েছিলেন । কয়েক বছর আগে ধুমধাম সহকারে শুরু হয়েছিল আন্তর্জাতিক কবিতা উৎসব । বর্তমানে সেই উৎসব বন্ধ রয়েছে । এই বছর পুনরায় আন্তর্জাতিক কবিতা উৎসব আয়োজন করা হবে । পাশাপাশি নতুন প্রজন্মকে সাহিত্য মুখী করার উদ্দেশ্যে ধারাবাহিকভাবে ওয়ার্কসপ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তারা ।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *