বার্নপুরে রেলের জমি থেকে দোকান সরানোর নোটিশ, ৭ দিনের সময়সীমা, বিক্ষোভ, পাশে কাউন্সিলার
বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দক্ষিণ পূর্ব রেলের তরফে বার্নপুর স্টেশন সংলগ্ন বাজার এলাকায় রেলের জমিতে থাকা দোকানগুলিকে সরিয়ে নিতে বলা হয়েছে। সেই নির্দেশের প্রতিবাদে মঙ্গলবার বার্নপুর স্টেশন বাজার এলাকার দোকানদারেরা বিক্ষোভ দেখান। খবর পেয়ে সেখানে এসে দোকানদারদের পাশে দাঁড়ান আসানসোল পুরনিগমের ৭৮ নং ওয়ার্ডের কাউন্সিলর অশোক রুদ্র। দোকানদারেরা বলেন, রেল আমাদের এই এলাকা থেকে দোকান সরাতে বলছে। কিন্তু আমারা ২০/৩০ বছরেরও বেশি সময় ধরে এখানে ব্যবসা করে আসছি। এখন, পুনর্বাসন ছাড়াই যদি আমাদের সরিয়ে দেওয়া হয়, তাহলে আমরা কোথায় যাবো ?














তারা আরো বলেন, রেল বারবার কোন না কোন ভাবে স্থানীয় ব্যবসায়ীদের সমস্যায় ফেলছে। যা একেবারেই ঠিক নয়। অনেক দোকানদার ৩০ বছরেরও বেশি সময় ধরে এখানে তাদের দোকান করে আসছেন। এই দোকানই তাদের আয়ের একমাত্র উৎস। যদি তাদের সরিয়ে দেওয়া হয়, তাহলে তাদের পুরো পরিবার অস্তিত্ব সংকটের মুখোমুখি হবে। তারা বলেন, আমরা উন্নয়নের বিরুদ্ধে নই৷ কিন্তু আমাদেরকে তো জীবিকা ও পরিবারের সদস্যদের কথা ভাবতে হবে।
এ বিষয়ে তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র বলেন, আমি এদিন এই কথা শুনে এলাকায় চলে এসেছি। এখানকার দোকানদাররা আমাকে জানিয়েছেন, রেলের আধিকারিকরা এসেছিলেন। যারা এই দোকানদারদের ৭ দিনের সময় দিয়েছেন। এই ৭ দিনের মধ্যে তাদের দোকানগুলি সরিয়ে নিতে বলেছেন। অশোক রুদ্র আরো বলেন, এখানকার কিছু দোকানদার ২০ বছর ধরে এবং কিছু দোকানদার ৩০ বছর ধরে তাদের দোকান করে জীবিকা নির্বাহ করে আসছেন। এখন যদি হঠাৎ করে তাদের সরিয়ে দিতে বলা হয় তাহলে তারা কোথায় যাবেন ? তিনি বলেন, আমি এবং এখানকার মানুষ এখানে রেলের করা উন্নয়নমূলক কাজের বিরুদ্ধে নই৷ তবে রেলকেও দোকানদারদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে।
এ জন্য তিনি বলেন, যতক্ষণ না রেল কর্তৃপক্ষ এই দোকানদারদের পুনর্বাসন না করে, ততক্ষণ এই দোকানদাররা কোথাও যাবেন না।দক্ষিণ পূর্ব রেলের তরফে এই প্রসঙ্গে বলা হয়েছে, নিয়ম মেনেই ঐ এলাকার জমি থেকে বেআইনি ভাবে থাকা দোকান সরিয়ে নিতে বলা হয়েছে। উল্লেখ্য, এই বার্নপুরে একদিকে রয়েছে রেলের জমি। আর অন্যদিকে রয়েছে সেল আইএসপি বা ইস্কো কারখানার জমি।


