কারখানায় ডাম্পার বাইক চালককে চাপা দিয়েছে অনুমান, ব্যাপক ভাঙচুর
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : জামুড়িয়ার ইকরা শিল্প তালুকের আরএআইসি নামক এক কারখানায় ওই কারখানারই ডাম্পার রাস্তার মধ্যে যাওয়া এক মোটর বাইক চালককে চাপা দিয়েছে এই অনুমান করে সেই কারখানায় করল ব্যাপক ভাঙচুর। ঘটনাটি ঘটে শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ জামুরিয়া রাজারামডাঙ্গা মোড় এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় জামুরিয়ার সুপার স্মেলটার নামক এটি কারখানার শ্রমিক বছর ৪৭ এর সার্থকপুরের বাসিন্দা পার্থসারথি চ্যাটার্জি এদিন বিকেলে মোটরবাইকে করে রাস্তা দিয়ে যাচ্ছিল সে সময়ই একটি ডাম্পার ওই মোটরবাইক চালকের মাথার উপর চাপা দিয়ে পার হয়ে যায়, এই ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির।














এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে আশেপাশের গ্রাম গঞ্জের অসংখ্য মানুষ আর এ আই সি নামক কারখানার ডাম্পার এই ঘটনাটি ঘটিয়েছে বলেই দাবি করে কারখানার অভ্যন্তরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনার ফলে দ্রুত জামুরিয়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এ মুহূর্তে টানা উত্তেজনাময় পরিস্থিতি রয়েছে এলাকায়। এলাকার মানুষ ঘটনাস্থলে দেহ ফেলে রেখে বিক্ষোভ দেখাচ্ছে। ঘটনার ওপর নজর রয়েছে পুলিশ প্রশাসনের ও পুলিশের উচ্চ আধিকারিকেরা যে কোন রূপ অপ্রিতকর ঘটনা এড়ানোর জন্য মোতায়েন রয়েছে এলাকায়। পরিস্থিতি এখনো থমথমে রয়েছে।

