কুলটিতে বেসরকারি কোক কারখানায় চৌবাচ্চায় পড়ে মৃত্যু কর্মীর, উত্তেজনা
বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ি অন্তর্গত ডুবুরডিহি পার্কিং সংলগ্ন একটি বেসরকারি কোক কারখানার জল ভর্তি চৌবাচ্চায় পড়ে মৃত্যু হলো এক কর্মীর। শুক্রবার সকালের এই ঘটনায় কারখানায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত কর্মীর নাম সুবোধ রায় (৪৭)। তিনি ডুবুরডিহি রায়পাড়ার বাসিন্দা।খবর পেয়ে চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ কারখানায় আসে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। এদিন আসানসোল জেলা হাসপাতালে ঐ কর্মীর মৃতদেহর ময়নাতদন্ত করা হয়েছে।














পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, সুবোধ রায় কুলটির ঐ বেসরকারি কোক কারখানায় কর্মী ছিলেন। তিনি এই কারখানায় মেশিন চালানোর কাজ করতেন। শুক্রবার সকালে অন্য কর্মীরা কাজ করতে এসে দেখেন সুবোধ রায় কারখানার ভেতরে জল ভর্তি চৌবাচ্চায় মৃত অবস্থায় পড়ে আছেন। স্বাভাবিক ভাবেই কারখানায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মনে করা হচ্ছে কোন কারণে ঐ কর্মী কারখানার বড় চৌবাচ্চাটির মধ্যে পড়ে যান ও জলে ডুবে তার মৃত্যু হয়েছে। এরপরে কারখানার কর্মীরা মৃত কর্মীর পরিবারকে আর্থিক ক্ষতি পূরণ ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবি কারখানা কতৃপক্ষের কাছে করেন।
এই কারখানার মালিকের প্রতিনিধি সুমিত খাটুওয়ালা বলেন, কারখানাটি আমার বন্ধু সোনু আগরওয়ালের। তার বাবার শারীরিক অবস্থা খুবই খারাপ। যে কারণে তিনি এখানে আসতে পারেননি। কারখানায় দুর্ঘটনার কথা শুনে সোনু আমাকে এখানে পাঠায়। তিনি আরো বলেন, সুবোধ রায় নামে একজন কর্মী কোনো কারখানায় কাজ করার সময় চৌবাচ্চায় জলে ডুবে মারা গেছেন। পরিবার ক্ষতিপূরণ দাবি করে। এরপর, কারখানা কর্তৃপক্ষ পরিবারের সাথে আলোচনা করে। সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রয়াত সুবোধ রায়ের মেয়ের বিয়ের জন্য ৬ লক্ষ টাকা এবং প্রয়াত সুবোধ রায়ের শেষকৃত্যের জন্য ৫০,০০০ টাকা আলাদাভাবে দেওয়া হবে। তিনি আরো বলেন যে সুবোধ রায়ের একটি ১৭ বছরের ছেলে রয়েছে। সেই ছেলের জন্য উপযুক্ত কিছু কাজ এখানে দেওয়া হবে।পুলিশ জানায়, ঐ বেসরকারি কারখানায় একটি ঘটনা ঘটেছে। তাতে একজন মারা গেছেন।


