আসানসোলে জুয়া ও মাদক কারবারের প্রতিবাদ করায় হামলা চালানোর অভিযোগ জখম বেশ কয়েকজন, উত্তেজনা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* জুয়া খেলা, মাদক কারবার ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় বাড়িতে চড়াও হয়ে হামলা চালানোর অভিযোগ উঠলো একদল যুবকের বিরুদ্ধে। এই হামলার ঘটনায় বেশ কয়েকজ জখম হয়েছেন। তাদের আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত ও শনিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোল পুরনিগমের ২৩ নং ওয়ার্ডের রেলপারের আজাদ বস্তি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ এলাকায় আসে। সেই পুলিশের সামনেও হামলা ও পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। পুলিশ লাঠি উঁচিয়ে কোনমতে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে বলে জানা গেছে।














আসানসোল উত্তর থানার রেলপারের আজাদ বস্তি এলাকায় পাশের পাড়া হলদিবাড়ি এলাকার বাসিন্দা সুরজ এবং তার বন্ধুরা নিয়মিত জুয়া খেলে এবং অসামাজিক কার্যকলাপ করে বলে অভিযোগ। আজাদ বস্তির বাসিন্দা মহঃ নাসিম নামে এক যুবক তাদেরকে সেইসব কাজের প্রতিবাদ জানায়। তাতেই সুরজ এবং তার বন্ধুরা নাসিম এবং তার পরিবারের উপর আক্রমণ করে বলে অভিযোগ। দুই পক্ষের মধ্যে যা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এর ফলে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়।
মহম্মদ নাসিমের পরিবারের তরফে শাহানাজ খাতুন ও তামান্না খাতুন বলেন, শুক্রবার রাতে এলাকার যুবকরা ব্যাডমিন্টন খেলছিলো। তখন সুরজ এবং তার বন্ধুরা জুয়া খেলছিল। নাসিম তাতে আপত্তি জানায় ও প্রতিবাদ করে। তখন সুরজ এবং তার বন্ধুরা নাসিমের উপর আক্রমণ করে বলে অভিযোগ। নাসিমের বাবা বাধা দেওয়ার চেষ্টা করলে তার উপরও আক্রমণ করা হয়। তারা আরো বলেন, সুরজের দলবল আগেও এই ঘটনা ঘটিয়েছিলো। তখনও হামলা চালানো ও মারধরের ঘটনা ঘটে। সেই সময় আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ করা হয়েছিলো। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। যে কারণে তাদের সাহস বেড়ে যায়।
শনিবার সকালেও গোটা বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুপক্ষকে সরিয়ে দিয়ে পুলিশ কোনমতে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ সুরজ সহ বেশ কয়েক জন যুবককে আটক করেছে। এই ঘটনায় আক্রান্ত যুবকের পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ জানায়, তদন্ত শুরু করা হয়েছে।

