আসানসোলে বিজেপির পরিবর্তন সভায় কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় তৃনমুল সরকারকে আক্রমণ, এবার বাংলায় পদ্ম ফুটবে
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপির তরফে শুক্রবার একটি পরিবর্তন সভা আয়োজন করা হয়। এই সভাটি আসানসোল স্টেশনের ঠিক বিপরীতে রেলপার এলাকায় হয়। এই সভায় বিপুল সংখ্যাশ বিজেপি কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।এই সভায় ২০২১ র নির্বাচনে আসানসোল উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী তথা রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি নেতারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা পশ্চিমবঙ্গে অরাজকতা ও দুর্নীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তীব্র সমালোচনা করেন।














সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন , সারা দেশের ১২টি রাজ্যে এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনের প্রক্রিয়া চলছে। কিন্তু কোন রাজ্যেই এর বিরোধীতা নেই। শুধুমাত্র পশ্চিমবঙ্গই প্রতিদিন এসআইআর নিয়ে শিরোনাম হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতারা ধারাবাহিকভাবে এর বিরোধিতা করছেন।তিনি বলেন, কয়েকদিন ধরে কিছু বয়স্ক ব্যক্তিকে এসআইআরে শুনানির জন্য হিয়ারিং সেন্টারে নিয়ে যেতে দেখা গেছে। যা নিয়ে ইলেকশন কমিশনকে অপমান করা ও ছোট করে দেখানোর জন্য তৃণমূল কংগ্রেস চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিজেপি নেতা অভিযোগ করেন যে, দিন কয়েক আগেই তৃণমূল কংগ্রেসের গুন্ডারা মনিমালা স্কুলের সামনে বিজেপি শিবিরে হামলা চালিয়েছে।
গোটা বিষয়ে এই বিজেপি নেতা তৃণমূল কংগ্রেসকে সতর্ক করেন। দলের নেতা ও কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করা হয়ে যাবে। দলকে লড়াইয়ের জন্য প্রস্তুত করতে হবে।তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী যাত্রা নিয়ে প্রশ্ন তুলে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, বার্নপুর ইস্কো কারখানার স্কব গেট থেকে জুবিলি মোড় পর্যন্ত রাস্তাটি বেশ কয়েক বছর ধরে তৈরি করা হয়নি। ডিসেরগড়ের রাস্তাগুলির অবস্থা খারাপ। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের মানুষ নোংরা জল পান করতে বাধ্য হচ্ছেন। তৃণমূল কংগ্রেস পরিচালিত আসানসোল পুরনিগম মানুষকে পরিশ্রুত পানীয়জল সরবরাহ করতে পারছে না।তিনি আসানসোল জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, এই জেলা হাসপাতালে দরিদ্ররা সঠিক চিকিৎসা পাচ্ছেন না। রোগীদের অন্য জায়গায় রেফার করা হচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার নেই।
এদিনের সভা থেকে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় দাবি করেছেন যে, আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে এসআইআরের ফলে প্রায় ৪৫,০০০ ভোট কমেছে। যা আগে এই কেন্দ্রে জয়ের জন্য ব্যবহৃত হত। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস যতই চেষ্টা করুক না কেন, বিজেপির জয় এখন নিশ্চিত ও সময়ের অপেক্ষা। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটককে প্রশ্ন করে বিজেপি নেতা বলেন, গত ১৫ বছরে এই এলাকায় কোনও নতুন কারখানা গড়ে উঠেনি। যে কারখানাগুলি ছিলো তা বন্ধ করে দেওয়া হয়েছে। কোনও নতুন কর্মসংস্থান তৈরি হয়নি। যার ফলে যুবকরা তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে স্লোগান দিতে বাধ্য হচ্ছে।তিনি বলেন, এই এলাকায় মাদক কারবার ব্যাপকভাবে বেড়ে গেছে। যুবকরা তাতে আসক্ত হয়ে পড়ছে। টোটো এবং অটো চালকদের তাদের মজুরির ২৫ শতাংশ তৃণমূল কংগ্রেস নেতাদের দিতে হয়। তিনি বলেন, পশ্চিমবঙ্গে মহিলারা নিরাপদ নন। ধর্ষণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আর মুখ্যমন্ত্রী এই ঘটনাগুলিকে প্রশ্রয় দিচ্ছেন। তার দাবি গত ১৬ বছর ধরে শুধু আসানসোল নয় গোটা পশ্চিমবঙ্গেই কোন প্রকৃত উন্নয়ন হয়নি। ২০২৬ এ রাজ্যে বিজেপি সরকার এলে, বাংলায় প্রকৃত উন্নয়ন হবে।


