আসানসোলের ডিআরএম বদলি, নতুন দায়িত্বে সুধীর কুমার শর্মা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* পূর্ব রেলের আসানসোল ডিভিশনের বিহারের জামুইয়ে সম্প্রতি একটি সিমেন্ট বোঝাই মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেল বোর্ডের তরফে বড় ধরনের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হলো। এই ঘটনার পরে, গোটা পরিস্থিতি মোকাবিলায় নিজের দায়িত্ব পালন করেননি, এই কারণে আসানসোল ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) বিনিতা শ্রীবাস্তবকে বদলি বা পদ থেকে অপসারণ করা হয়েছে। পূর্ব রেল সূত্রে এমনই খবর পাওয়া গেছে। এর পাশাপাশি শুক্রবারই সুধীর কুমার শর্মাকে আসানসোল ডিভিশনের নতুন ডিআরএম করা হয়েছে। ইতিমধ্যেই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। বিনিতা শ্রীবাস্তবের পরে সুধীর কুমার শর্মা এখন আসানসোল ডিভিশনের ডিআরএমের দায়িত্ব পালন করবেন।সুধীর কুমার শর্মা বর্তমানে পূর্ব রেলে সিএমএম/ওয়াগন হিসেবে কর্মরত ছিলেন। একজন অভিজ্ঞ আধিকারিক হিসেবে পরিচিত সুধীর কুমার শর্মা এর আগে আহমেদাবাদ ডিভিশনের ডিআরএম হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিনিতা শ্রীবাস্তবকে পশ্চিম মধ্য রেলে বদলি করা হয়েছে।














রেল সূত্র থেকে পাওয়া খবরে এও জানা গেছে, বিনিতা শ্রীবাস্তবকে পশ্চিম মধ্য রেলওয়েতে বদলি করা হলেও, তাকে সেখানে কোন পদ দেওয়া হয়নি। এই বদলি নিয়ে রেল বোর্ডের তরফে ইতিমধ্যেই একটি বিঞ্জপ্তি জারি করা হয়েছে। পূর্ব রেলওয়ের কলকাতা সদর দপ্তরের তরফেও আসানসোলের ডিআরএমের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। রেল বোর্ডের তরফে এই বদলি নিয়ে কোন স্পষ্ট কারণ জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, জামুইয়ে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনার পরে পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে আসানসোলের ডিআরএমের ভূমিকায় অসন্তুষ্ট রেল বোর্ড এই কঠোর পদক্ষেপ নিয়েছে।
প্রসঙ্গতঃ সম্প্রতি আসানসোল ডিভিশনের বিহারের জামুইয়ে সিমেন্ট বোঝাই একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। যারমধ্যে বেশ কয়েকটি বগি রেল ব্রিজ থেকে নদীতে পরে যায়। যার ফলে আসানসোল ডিভিশনের পাশাপাশি পূর্ব রেলে ট্রেন চলাচলে প্রভাব পড়ে। কয়েক দিন ধরে টানা একাধিক ট্রেনকে বাতিল ও যাত্রা সংক্ষিপ্ত করতে হয়। সাধারণ রেল যাত্রীদের টিকিট কেটে চরম ভোগান্তিতে পড়তে হয়। যা নিয়ে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। তবে, কোন রেল দূর্ঘটনার পরে, কয়েক দিনের মধ্যে ডিআরএমের বদলি একেবারেই নজিরবিহীন বলে রেল আধিকারিকরা মনে করছেন।


