আসানসোলে অটোরিক্সায় চারচাকা গাড়ির ধাক্কা, জখম চার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দক্ষিণ থানার জিটি রোডে ফতেপুরে এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। রবিবারের এই ঘটনায় একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লেন ভেঙে বা দিক পরিবর্তন করে উল্টো দিক থেকে আসা একটি অটোরিক্সায় মুখোমুখি ধাক্কা মারে। এই ঘটনায় এক মহিলা সহ চারজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জন্য ফতেপুরে জিটি রোডে বেশ কিছুক্ষণ গাড়ি চলাচল ব্যাহত হয়।














পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে চারজনকে নিয়ে আসানসোল থেকে নিয়ামতপুরের দিকে যাচ্ছিল একটি অটোরিক্সা। সেই সময় নিয়ামতপুরের দিক থেকে আসানসোলের দিকে যাচ্ছিলো একটি চারচাকা গাড়ি। আসানসোলের জিটি রোডে ফতেপুরে দিক পরিবর্তন করে বা লেন ভেঙে ঐ চারচাকা গাড়িটি অটোরিক্সাকে ধাক্কা মারে। সংঘর্ষে একজন মহিলা সহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা জানিয়েছেন, চারচাকা গাড়িটি এত দ্রুত গতিতে চলছিল যে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। একইসাথে অটোরিক্সাটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় বাসিন্দারা এই দুর্ঘটনার জন্য চারচাকা গাড়ির চালককে সম্পূর্ণরূপে দায়ী করেছেন। তারা বলেন, ঐ চালক বেপরোয়াভাবে গাড়ি খুব দ্রুত গতিতে গাড়ি চালিয়ে আসানসোলের দিকে যাচ্ছিলেন।খবর পেয়ে আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ড পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাগ্রস্থ গাড়ি ও অটোটিকে হেফাজতে নিয়ে আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ড পুলিশ থানায় নিয়ে যায়। একইসঙ্গে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
9
9


