চিত্তরঞ্জনে ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের
বেঙ্গল মিরর, চিত্তরঞ্জন, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল থেকে চিত্তরঞ্জন রুটে একটি যাত্রীবাহী বাস বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো। রবিবার সকালে এই ঘটনাটি ঘটেছে চিত্তরঞ্জনে। ঘটনার সম্পর্কে জানা গেছে, বর্ধমান চিত্তরঞ্জন রুটের রাধিকা নামে একটি বাস তীব্র গতিতে এসে ট্রাকের পেছনে ধাক্কা মারে। এর ফলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় ।














প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, এদিন সকালে চিত্তরঞ্জন থেকে আসানসোলআসার মেন রাস্তায় বর্ধমান – চিত্তরঞ্জন রুটের যাত্রীবাহী বাসের সামনে সামনে একটি ট্রাক আসছিলো। সেই সময় চিত্তরঞ্জনের কালিতলা রেল ক্রসিং পার করে চিত্তরঞ্জন রোডে এমএসপিএল গেটের ঢোকার মুখে ট্রাকটি হঠাৎ দাঁড়িয়ে পড়ে । আর সেই সময় পেছন থেকে আসা যাত্রীবাহী বাসটি প্রচন্ড গতিতে ট্রাকের পেছনে ধাক্কা মারে । এর ফলে বাসের সামনের কাঁচ ভেঙ্গে দুমড়েমুচড়ে যায়। এছাড়া বাসের বেশকিছু জানালার কাঁচও ভেঙে যায় ।
তবে এই ঘটনায় কোন যাত্রী আহত হয়নি বলে জানা গেছে। আশপাশের লোকেরা ছুটে আসেন। পুলিশ জানায় , ঐ বাসটি ট্রাকের ঠিক পেছনে পেছনে ভালো গতিতে আসছিলো। ঐ ট্রাকটি থেকে বাসের দূরত্ব বেশি ছিলোনা। যে কারণে ট্রাকটি হঠাৎ থেমে যাওয়া বাসের চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। বাসটি ট্রাকের পেছনে ধাক্কা মারায় এই ঘটনা ঘটে । সালানপুর থানার পুলিশ ট্রাকটি আটক করে ।


