তিন শতাধিক দুঃস্থ মানুষকে শীতবস্ত্র বিলি, উদ্যোক্তা রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটার ও আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটার ও আসানসোল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে শনিবার তিন শতাধিক দুঃস্থ ও গরীব মানুষদের হাতে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এই উপলক্ষে এদিন সকালে আসানসোলের এসবি গড়াই রোডের পার্বতী হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে দুঃস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক।














এছাড়া ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটার সভাপতি শচীন রায়, সম্পাদক বিশ্বরঞ্জন দাসগুপ্ত, আসানসোল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি গৌরীশংকর আগারওয়াল, সম্পাদক বিনোদ গুপ্তা, রোটারিয়ান দীপক রুদ্র, পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়।এই প্রসঙ্গে শচীন রায় বলেন, আসানসোলের বিভিন্ন এলাকার তিনশোর বেশি মানুষকে কম্বল ও বস্ত্র বিতরণ করা হয়েছে। এই দুই সংগঠন সারা বছরই এই ধরনের সামাজিক অনুষ্ঠান করে থাকে।


